সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মৎস্য সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Fisheries Related Important Questions and Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মৎস্য সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Fisheries Related Important Questions and Answers।
মৎস্য সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Fisheries Related Important Questions and Answers
1. বণ্টন অনুসারে মৎস্যশিকার ক্ষেত্রকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর:- বণ্টন অনুসারে মৎস্যশিকার ক্ষেত্রকে তিনভাগে ভাগ করা যায়, যথা- (ক) অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্র (খ) আধা বা ঈষৎ লোনা জলের মৎস্যক্ষেত্র এবং (গ) সামুদ্রিক মৎস্যক্ষেত্র।
2. অবস্থান অনুসারে সামুদ্রিক মৎস্যক্ষেত্রকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর:- অবস্থান অনুসারে সামুদ্রিক মৎস্যক্ষেত্রকে দুভাগে ভাগ করা যায়, যথা- (ক) উপকূলীয় মৎস্যক্ষেত্র এবং (খ) গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র।
3. উদ্দেশ্য বা ব্যবহারের তারতম্য অনুসারে মৎস্যচাষকে কী কী ভাগে ভাগ করা হয় ?
উত্তর:- উদ্দেশ্য বা ব্যবহারের তারতম্য অনুসারে মৎস্যচাষকে দুভাগে ভাগ করা হয়, যথা (ক) জীবিকাসত্তাভিত্তিক মৎস্যচাষ এবং (খ) বাণিজ্যিক মৎস্যচাষ।
4. অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর:- অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রকে দুভাগে ভাগ করা যায়, যথা – (ক) স্বাদুজলের মৎস্যক্ষেত্র এবং (খ) ঈষৎ লোনাজলের মৎস্যক্ষেত্র।
5. জলের কী ধরনের রাসায়নিক বৈশিষ্ট্য মৎস্যচাষের পক্ষে অনুকূল?
উত্তর:- জলে প্রচুর অক্সিজেন ও অজৈব পদার্থ থাকতে হবে এবং জলের pH ৮ থেকে ৯ হতে হবে।
6. প্ল্যাংকটন কত প্রকার ও কী কী?
উত্তর:- প্ল্যাংকটন দু-প্রকারের, যথা –
(ক) ফাইটোপ্ল্যাংকটন এবং
(খ) জুপ্ল্যাংকটন।
7. ফাইটোপ্ল্যাংকটন কাকে বলে?
উত্তর:- জলে ভাসমান বা অর্ধ-নিমজ্জিত ক্ষুদ্র উদ্ভিদকে ফাইটোপ্ল্যাংকটন বলে। যেমন—ডায়াটম।
8. জুপ্লাংকটন কাকে বলে?
উত্তর:- জলে ভাসমান ছোটো ছোটো প্রাণীকণাগুলিকে জুপ্ল্যাংকটন বলে।
9. পিলেজিক মাছ কাকে বলে?
উত্তর:- সমুদ্রের উপরিভাগে যেসব মাছ অবস্থান করে, সেগুলিকে পিলেজিক মাছ বলে।
10. ডেমাসাল মাছ কাকে বলে?
উত্তর:- গভীর সমুদ্রে যেসব মাছ অবস্থান করে, সেগুলিকে ডেমার্সাল মাছ বলে।
11. ক্যাটাড্রোমাস মাছ কাকে বলে?
উত্তর:- যেসব মাছ নদীর স্বাদুজলে থাকে কিন্তু ডিম পাড়ার সময় সমুদ্রের লবণাক্ত জলে চলে যায়, সেগুলিকে ক্যাটাড্রোমাস মাছ বলে। যেমন – ঈল মাছ।
12. আধা বা ঈষৎ নোনা জলের মাছ কাকে বলে ?
উত্তর:- নদীর মোহানা, খাঁড়ি প্রভৃতি অঞ্চলে যেসব মাছ থাকে সেগুলিকে ঈষৎ নোনা জলের মাছ বলে। ভেটকি, পারশে, তোপশে, আড় প্রভৃতি এজাতীয় মাছ।
13. ক্যাচমেন্ট ট্যাঙ্ক বা ভেড়ি কাকে বলে ?
উত্তর:- যেসব জলাশয়ের বিস্তৃতি ২০০ একর বা তার বেশি এবং গভীরতা ১ থেকে ৩ মিটারের মধ্যে, তাদের ক্যাচমেন্ট ট্যাঙ্ক বা ভেড়ি বলে।
14. কোন দেশকে মৎস্যজীবিদের দেশ বলে?
উত্তর:- নরওয়েকে মৎস্যজীবিদের দেশ বলে।
15. সমুদ্রে বিচরণকারী মাছের শ্রেণিবিভাগ করো।
উত্তর:- সমুদ্রে বিচরণকারী মাছসমূহকে তিনভাগে ভাগ করা যায়। যথা— (i) পিলেজিক মাছ (হেরিং), (ii) ডেমার্সাল (হ্যাডক) ও (iii) অ্যানাড্রোমাস (স্যাম)।
16. উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে মৎস্যশিকারের প্রধান অসুবিধা কী?
উত্তর:- উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে মৎস্যশিকারের প্রধান অসুবিধা হল ঝড়ঝঞ্ঝা ও কুয়াশার সৃষ্টি।
17. পৃথিবীর বৃহত্তম মাছ উৎপাদনকারী অঞ্চল কোন্টি?
উত্তর:- উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পৃথিবীর বৃহত্তম মাছ উৎপাদনকারী অঞ্চল।
18. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মৎস্য আহরণ ক্ষেত্র কোনটি?
উত্তর:- দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মৎস্য আহরণ কেন্দ্র।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF