GK Questions Answers in Bengali | জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর

GK Questions Answers in Bengali | জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর
GK Questions Answers in Bengali | জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি GK Questions Answers in Bengali | জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে GK Questions Answers in Bengali | জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর।




GK Questions Answers in Bengali | জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর

1. ভারতের মোট আয়তন কত?

উত্তর:- 32,87,263 বর্গ কিলোমিটার।

2. কোন দেশগুলি ভারতের স্থল সীমান্তের সাথে সংযুক্ত?

উত্তর:- বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, বার্মা, ভুটান


3. কোন দেশগুলি ভারতের জলসীমার সাথে মিলিত হয়েছে?

উত্তর:- মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তান

4. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ সীমান্তের অক্ষাংশ কত?

উত্তর:- 8°4′


5. ভারতের প্রমিত সময় কোথা থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- এলাহাবাদের কাছে নাইনি নামক স্থান থেকে।

6. ভারতের আদর্শ সময় এবং গ্রিনিচ সময়ের মধ্যে পার্থক্য কত?

উত্তর:- সাড়ে 5 ঘন্টা।

7. নিরক্ষরেখা থেকে ভারতের দক্ষিণ প্রান্তের দূরত্ব কত?

উত্তর:- 876 কিমি


8. ভারতের স্থল সীমান্তের দৈর্ঘ্য কত?

উত্তর:- 15200 কিমি

9. ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য কত?

উত্তর:- 6100 কিমি

10. একক শাসন ব্যবস্থার সুবিধা কী?

উত্তর:- শক্তিশালী রাষ্ট্র

11. শব্দের তীব্রতা কোন এককে পরিমাপ করা হয়?

উত্তর:- ডেসিবেল


12. কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- অন্ধ্রপ্রদেশ

13. সাঁচি স্তূপ কার দ্বারা নির্মিত হয়েছিল? 

উত্তর:- অশোক

14. হাড়ের সাথে হাড়কে কী সংযুক্ত করে?

উত্তর:- লিগামেন্ট

15. লবণ সত্যাগ্রহ কখন হয়েছিল?

উত্তর:- 12 মার্চ 1930

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post