ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History General Knowledge in Bengali

ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History General Knowledge in Bengali
ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History General Knowledge in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History General Knowledge in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History General Knowledge in Bengali।




ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | History General Knowledge in Bengali

1. ইতিহাসের জনক কাকে বলে?

উত্তর:- হেরোডোটাস কে।

2. ইতিহাস কথটি কোন শব্দ থেকে এসে এসেছে?

উত্তর:- গ্রিক শব্দ হিস্টোরি থেকে  ইতিহাস কথাটি  এসেছে।


3. নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয় কখন?

উত্তর:-১৯৬০-৭০ এর দশকে নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয়।

4. দ্য অ্যানাল,পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- দ্য অ্যানাল, পত্রিকার সম্পাদক ছিলেন মার্ক ব্লগ ও লুসিয়েন ফেভর।


5. পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় কোথায়?

উত্তর:- ফ্ৰান্সে পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয়।

6. ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক  কে?

উত্তর:- ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক জি এম  ট্রেভেলিয়ান।

7. কে ইতিহাসকে বিজ্ঞানের একটি শাখা বলে মনে করে?

উত্তর:- এল ভি ইতিহাসকে বিজ্ঞানের শাখা বলে মনে করেন।

8. ভারতে কোন সময় থেকে নিম্নবর্গীয় ইতিহাসচর্চা শুরু হয়?


উত্তর:- ১৯৮০ -র দশক থেকে ভারতে নিম্নবর্গীয় ইতিহাসচর্চা শুরু হয়।

9. হিস্ট্রি ফ্রম বিলো, গ্রন্থের লেখক কে?

উত্তর:- ই পি থমসন হিস্ট্রি ফ্রম বিলো, গ্রন্থের  লেখক। 

10. হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া, গ্রন্থের লেখক কে?

উত্তর:- হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া, গ্রন্থের লেখক হলেন জেমস মিল।

11. পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কী?

উত্তর:- পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হল মানাকালা।

12. মানাকালা নামক খেলাটির উৎপত্তিস্থল কোথায়?

উত্তর:- মানাকালা নামক খেলাটির উৎপত্তিস্থল আফ্ৰিকা।


13. মার্শাল আর্ট, এর জন্ম হয় কোন দেশে?

উত্তর:- চিন -এ মার্শাল আর্ট  জন্ম হয়।

14. মার্শাল আর্ট, কোন সময় উদ্ভব হয়?

উত্তর:- আনুমানিক  খ্রিস্টপূর্ব ২৬০০ অব্দে মার্শাল আর্ট উদ্ভব হয়।

15. ঘুড়ি প্রথম কোথায় আবিষ্কৃত  হয়?

উত্তর:- চিন  দেশে প্রথম  আবিষ্কৃত হয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post