জি আই ও রিজনিং প্র্যাকটিস সেট PDF | GI and Reasoning Practice Set in Bengali

রিজনিং প্র্যাকটিস সেট PDF | GI and Reasoning Practice Set in Bengali
জি আই ও রিজনিং প্র্যাকটিস সেট PDF | GI and Reasoning Practice Set in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জি আই ও রিজনিং প্র্যাকটিস সেট PDF | GI and Reasoning Practice Set in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জি আই ও রিজনিং প্র্যাকটিস সেট PDF | GI and Reasoning Practice Set in Bengali।




জি আই ও রিজনিং প্র্যাকটিস সেট PDF | GI and Reasoning Practice Set in Bengali

1. বিবৃতি : সমস্ত কাপ হল গ্লাস, কিছু গ্লাস হল বাটি, কোনো বাটি প্লেট নয়। সিদ্ধান্ত : (I) কোনো কাপ প্লেট নয় (II) কোনো গ্লাস প্লেট নয় (III) কিছু প্লেট হল বাটি (IV) কিছু কাপ গ্লাস নয়
(A) শুধুমাত্র (I) সত্য
(B) শুধু (III) ও (IV) সত্য
(C) শুধুমাত্র (II) ও (III) সত্য
(D) কোনটি সত্য নয়

উওর:-(D) কোনটি সত্য নয়

2. 13, 25, 51, 101, 203, ?
(A) 417
(B) 318
(C) 409
(D) 405

উওর:-(A) 417


3. নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) হিন্দি
(B) উর্দু
(C) সিন্ধি
(D) গুজরাটি

উওর:-(D) গুজরাটি

4. (94,44,82) এই সংখ্যাটির সাথে নিম্নের কোন জোড়টির মিল রয়েছে?
(A) (64,58,42)
(B) (98,68,86)
(C) (78,40,88)
(D) (48,31,76)

উওর:-(C) (78,40,88)


5. সঠিক অর্থবহ ক্রম অনুযায়ী সাজাও : (1) গেটওয়ে অফ ইন্ডিয়া (2) ওয়ার্ল্ড (3) মুম্বাই (4) ইন্ডিয়া (5) মহারাষ্ট্র?
(A) 2,4,5,1,3
(B) 4,2,5,3,1
(C) 2,4,5,3,1
(D) 4,2,5,1,3

উওর:-(C) 2,4,5,3,1

6. যদি 20 - 2 = 20, 25 - 4 = 50, 30 - 8 = 120 হয়, তাহলে 24 - 6 = ?
(A) 180
(B) 90
(C) 72
(D) 78

উওর:-(D) 78


7. সিরিজ সম্পূর্ণ করো : GMV, JOY, MQB, PSE, SUH, ?
(A)  PMO
(B)  DWS
(C)  HYT
(D)  VWK

উওর:-(D) VWK

8. নিম্নের কোনটি অন্যদের থেকে ভিন্ন?
(A)  CBCD
(B)  IHIJ
(C)  ONOP
(D)  UTUW

উওর:-(C) ONOP


9. 357 : 714 :: 468 : ?
(A) 579
(B) 417
(C) 936
(D) 864

উওর:-(A) 579

10. ডিকশনারী অনুযায়ী সাজালে প্রথম থেকে তৃতীয় স্থানে নিম্নের কোনটি আসবে 1.Brinjal 2.Boast 3.Brick 4.Bring 5.Brawl ?
(A)  Brick
(B)  Bring
(C)  Boast
(D)  Brawl

উওর:-(D)  Brawl.

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post