জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions with Answers

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions with Answers
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions with Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions with Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions with Answers।




জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions with Answers

1. ভারতের দক্ষিণ-পশ্চিমে কোন সাগর অবস্থিত?

উত্তর:- আরব সাগর

2. ভারতের দক্ষিণ-পূর্বে কোন উপসাগর অবস্থিত?

উত্তর:- বঙ্গোপসাগর


3. ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?

উত্তর:- ভারত মহাসাগর

4. পূর্বাঞ্চলের পাহাড়গুলি ভারতকে কোন দেশ থেকে আলাদা করেছে?

উত্তর:- মায়ানমার থেকে

5. মান্নার উপসাগর এবং পক প্রণালী ভারতকে আলাদা করেছে কোন দেশ থেকে?

উত্তর:- শ্রীলঙ্কা থেকে


6. সমগ্র ভারতের অক্ষাংশের বিস্তার কত?

উত্তর:- 8°4′ থেকে 37°6′ উত্তর অক্ষাংশ

7. কোন রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে?

উত্তর:- কর্কটক্রান্তি

8. ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি কত?

উত্তর:- 3214 কিমি

9. পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি কত?

উত্তর:- 2933 কিমি

10. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?

উত্তর:- বঙ্গোপসাগরে

11. লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত?

উত্তর:- আরব সাগরে


12. ভারতের দক্ষিণ প্রান্তকে কী বলা হয়?

উত্তর:- ইন্দিরা পয়েন্ট

13. ইন্দিরা পয়েন্ট অন্য কি নামেও পরিচিত?

উত্তর:- পিগম্যালিয়ন পয়েন্ট

14. পৃথিবীর আয়তনে ভারতের আয়তন কত?

উত্তর:- 42%

15. বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বাস করে?

উত্তর:- 17%

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post