সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি রিজনিং ও জি আই প্রশ্ন উত্তর | Reasoning Practice set in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রিজনিং ও জি আই প্রশ্ন উত্তর | Reasoning Practice set in Bengali।
রিজনিং ও জি আই প্রশ্ন উত্তর | Reasoning Practice set in Bengali
1. ভিন্ন বিকল্প টি খুঁজে বের করো
(A) FMTA
(B) AGMS
(C) GMSY
(D) DJPV
উত্তর:- (A) FMTA
2. ডাক্তার : নার্স : : নেতা : ?
(A) রাজনীতি
(B) আইন
(C) অনুগামী
(D) জনগণ
উওর:-(C) অনুগামী
3. একটি সারিতে 42 জন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নেহা ডান দিক থেকে 16 তম স্থানে দাঁড়িয়ে আছে, বিনিতা বাম দিকে থেকে 26 তম স্থানে দাঁড়িয়ে, যদি মঙ্গল নেহার ডান দিকের সপ্তম স্থানে দাঁড়িয়ে থাকে তবে সারির বাম দিক থেকে মঙ্গলের স্থান কত?
(A) 34 তম
(B) 33 তম
(C) 35 তম
(D) 32 তম
উওর:-(A) 34 তম
4. 2×4×6=4, 9×3×7=13, 4×7×6=3, 9×7×8= ?
(A) 10
(B) 8
(C) 7
(D) 9
উওর:-(A) 10
5. 4, 12, 42, 196, 1005, 6066, 42511 [ভুল সংখ্যাটি খুঁজে বের করুন]
(A) 12
(B) 42
(C) 1005
(D) 196
উওর:-(B) 42
6. রঞ্জন কালির চেয়ে ও কালি পিঙ্কির চেয়ে লম্বা। বাপি কালির চেয়ে বেঁটে কিন্ত সঞ্জয়ের চেয়ে লম্বা হলে, কে সবচেয়ে বেশি লম্বা?
(A) রঞ্জন
(B) বাপি
(C) পিঙ্কি
(D) সঞ্জয়
উওর:-(A) রঞ্জন
7. 14 (16) 18 এবং 33 (64) 25 হলে 25 (49) X , X এর মান কত
(A) 36
(B) 81
(C) 38
(D) 18
উওর:-(D) 18
8. P যদি গুন বোঝায়, R যদি যোগ বোঝায়, T যদি বিয়োগ এবং W যদি ভাগ বোঝায় তবে 64 W 4 P 8 T 6 R 4 = ?
(A) 96
(B) 2 2/3
(C) 130
(D) 126
উওর:-(D) 126
9. সিরিজটি সম্পূর্ণ করো : s __ r __ t __ s __ r
(A) trts
(B) rtst
(C) trst
(D) tsss
উওর:-(C) trst
10. যদি A = 1, LATE = 38 হয় তবে REBUT = ?
(A) 65
(B) 66
(C) 64
(D) 67
উওর:-(B) 66
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF