সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বেসিক জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Basic General Knowledge Questions and Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বেসিক জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Basic General Knowledge Questions and Answers।
বেসিক জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Basic General Knowledge Questions and Answers
1. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে স্থাপিত হয়?
উত্তর:- ১৭৯২ খ্রিস্টাব্দে ক্যালকাটা ক্রিকেট ক্লাব স্থাপিত হয়।
2. ভারত প্রথম কোন অলিম্পিকে হকিতে সোনা পায়?
উত্তর:- আমস্টারডাম অলিম্পিকে ভারত প্রথম হকিতে সোনা পায়।
3. ভারত শেষ কোন অলিম্পিকে হকিতে সোনা পায়?
উত্তর:- ভারত শেষ লর্ডস অলিম্পিকে হকিতে সোনা পায়।
4. বিশ্বক্রিকেটের মক্কা বলা হয় কোন শহর বা মাঠকে?
উত্তর:- লর্ডস-কে বিশ্বক্রিকেটের মক্কা বলা হয়।
5. ICC -র পুরো কথা কী?
উত্তর:- ICC -র পুরো কথা হল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
6. ICC কবে স্থাপিত হয়?
উত্তর:- ১৯৮৯ খ্রিস্টাব্দে ICC স্থাপিত হয়।
7. "টয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রীডম", গ্রন্থের লেখক কে?
উত্তর:- "টয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রীডম", গ্রন্থের লেখক হলেন বোরিয়া মজুমদার।
8. খেলার রাজা বলা হয় কোন খেলাকে?
উত্তর:- ক্রিকেট খেলাকে খেলার রাজা বলা হয়।
9. ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে?
উত্তর:- ইংল্যান্ড -এ ক্রিকেট খেলার জন্ম হয়।
10. ভারতে ক্রিকেট খেলা শুরু হয় কবে?
উত্তর:- ১৯২১ খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলা শুরু হয়।
11. কোন সময় বাঙ্গালি জাতি নিরামিষ ভোজন শেখে?
উত্তর:- পাল -সেন যুগে বাঙ্গালি জাতি নিরামিষ ভোজন শেখে।
12. মানুষ কোন সময় প্রথম খাদ্য -সংগ্রাহক থেকে খাদ্য -উৎপাদকে পরিণত হয়?
উত্তর:- নব্য প্রস্তর যুগে মানুষ প্রথম খাদ্য -সংগ্রাহক থেকে খাদ্য -উৎপাদকে পরিণত হয়।
13. ভারতীয়রা কাদের কাছ থেকে কিচেন গার্ডেন এর ব্যবহার রপ্ত করে?
উত্তর:- ওলন্দাজ -দের কাছ থেকে কিচেন গার্ডেন এর ব্যবহার রপ্ত করে।
14. রসোগোল্লা : বাংলার জগৎ মাতানো আবিষ্কার, গ্রন্থের লেখক কে?
উত্তর:- রসোগোল্লা : বাংলার জগৎ মাতানো আবিষ্কার, গ্রন্থের লেখক হলেন হরিপদ ভৌমিক।
15. রসোগোল্লা-র আবিষ্কারক কে?
উত্তর:- রসোগোল্লা-র আবিষ্কারক হলেন হারাধন ময়রা।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF