সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Railway Group D Question Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রেলওয়ে গ্রুপ ডি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Railway Group D Question Answers।
রেলওয়ে গ্রুপ ডি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Railway Group D Question Answers
1. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে পদার্পণ করেন?
উত্তর:- কালিকট বন্দরে।
2. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- রামমোহন রায়।
3. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- প্রমথনাথ মিত্র।
4. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে এসেছিলেন?
উত্তর:- উইলিয়াম হকিন্স।
5. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়?
উত্তর:- ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
6. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- হিটলার।
7. মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর:- ১৮৬৯ খ্রীষ্টাব্দে।
8. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর:- ১৫৭৫ খ্রীষ্টাব্দে।
9. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উত্তর:- ১৫২৭ খ্রীষ্টাব্দে।
10. দিল্লীর দাস বংশের অবসান কে করেছিলেন?
উত্তর:- জালালউদ্দিন খলজী।
11. বাংলায় পাইক বিদ্রোহের নেতার নাম লেখো?
উত্তর:- দূর্জন সিং।
12. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রথা প্রচলন করেছিলেন?
উত্তর:- শেরশাহ।
13. মুসি নদীর তীরে কোন শহরটি অবস্থিত?
উত্তর:- হায়দ্রাবাদ।
14. কোন স্থানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়?
উত্তর:- হাম্পিতে।
15. পাণ্ড্যদের রাজধানী কোথায় ছিল?
উত্তর:- মাদুরাই।
16. পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়?
উত্তর:- ১৭৫৭ খ্রীষ্টাব্দে।
17. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন?
উত্তর:- ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
18. মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন?
উত্তর:- পুষ্যমিত্র শুঙ্গ।
19. 'আকালত্খত' কোন শিখ গুরু স্থাপন করেছিলেন?
উত্তর:- গুরু গোবিন্দ সিং।
20. কলকাতার নাম পালটে আলিনগর কে রেখেছিলেন?
উত্তর:- সিরাজ-উদ-দৌলা।
