সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 5th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | 5th October 2025 Top Current Affairs . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | 5th October 2025 Top Current Affairs।
5th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | 5th October 2025 Top Current Affairs
1. "বিশ্ব শিক্ষক দিবস" (World Teachers' Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 5th অক্টোবর
2. সম্প্রতি ভারতের কোন অঞ্চলে Ophiorrhiza echinata নামে একটি নতুন কফি উদ্ভিদের প্রজাতি আবিষ্কৃত হয়েছে?
উত্তর:- পশ্চিমঘাট
3. সঞ্চার সাথী কোন সরকারী বিভাগের একটি নাগরিক কেন্দ্রিক উদ্যোগ?
উত্তর:- টেলিযোগাযোগ বিভাগ (DoT)
4. শীতল দেবী ওয়ার্ল্ড প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 -এ মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে কোন পদক জিতেছিলেন?
উত্তর:- স্বর্ণপদক
5. সম্প্রতি কে ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) এর ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?
উত্তর:- লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাট।
6. সম্প্রতি প্রকাশিত টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) সূচক 2025 -এ ভারত কোন স্থান অধিকার করেছে?
উত্তর:- 99 তম
7. ISSF জুনিয়র বিশ্বকাপ 2025 -এ ভারত পাঁচটি পদক জিতেছে। এই ইভেন্টটি কোন শহরে আয়োজিত হলো?
উত্তর:- নয়াদিল্লি
8. কোন কেন্দ্রীয় মন্ত্রী নতুন দিল্লিতে MY Bharat মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন?
উত্তর:- ডঃ মনসুখ মান্ডাভিয়া
9. সম্প্রতি 69 তম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- ভিয়েনা, অস্ট্রিয়া
10. সম্প্রতি 42 তম আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সমাবেশের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- মন্ট্রিল, কানাডা।