সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 150+ ভারতের বিভিন্ন আদিবাসী বিদ্রোহ প্রশ্নোত্তর PDF | Various Tribal Tebellions in India Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 150+ ভারতের বিভিন্ন আদিবাসী বিদ্রোহ প্রশ্নোত্তর PDF | Various Tribal Tebellions in India Questions Answers PDF।
150+ ভারতের বিভিন্ন আদিবাসী বিদ্রোহ প্রশ্নোত্তর PDF | Various Tribal Tebellions in India Questions Answers PDF
1. ব্রিটিশ শাসনকালে ভারতে মোট কতগুলি অরণ্য আইন পাশ হয়?
উত্তর:- তিনটি -1865, 1878, 1927 খ্রিস্টাব্দে।
2. ভারতে কত সালে অরণ্য আইন পাশ হয়?
উত্তর:- 1865 খ্রিস্টাব্দে।
3. 1865 খ্রিস্টাব্দে পাশ হওয়া অরণ্য আইনে অরণ্যকে কয়টি ভাগে ভাগ করা হয়?
উত্তর:- তিন ভাগে ভাগ করা হয়েছিল। (সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রামীণ অরণ্য)।
4. 1878 খ্রিস্টাব্দের পাশ হওয়া অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল?
উত্তর:- তিন ভাগে ভাগ করা হয়েছিল। (সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রামীণ অরণ্য)।
5. কত খ্রিস্টাব্দে এবং কার নেতৃত্বে প্রথম চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর:- 1768-69 খ্রিস্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহের নেতৃত্বে প্রথম চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
6. 1798-99 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর:- দুর্জন সিংহ, অচল সিংহ, মাধব সিংহ প্রমুখ।
7. মেদিনীপুর, বাঁকুড়া এবং ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে যারা রক্ষী বাহিনী হিসেবে কাজ করতো জীবিকা নির্বাহকারী চুয়াড়দের কি বলা হতো?
উত্তর:- পাইক।
8. জঙ্গলমহল জেলা কত খ্রীস্টাব্দে গঠিত হয়েছিল?
উত্তর:- 1800 খ্রিস্টাব্দে।
9. কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল?
উত্তর:- মেদিনীপুর, বাঁকুড়া, মানভূম বীরভূম প্রভৃতি অঞ্চল নিয়ে।
10. গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর:- চুয়াড় বিদ্রোহের।
11. চুয়ার শব্দের অর্থ উল্লেখ করো?
উত্তর:- দুর্বৃত্ত ও নীচজাতি।
12. মেদিনীপুরের লক্ষীবাঈ কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- রানী শিরোমণি।
13. ভারতে বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্ট কত খ্রীস্টাব্দে গঠিত হয়?
উত্তর:- 1864 খ্রিস্টাব্দে।
14. ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রধান উদ্যোক্তার নাম উল্লেখ করো।
উত্তর:- ডায়াট্রিক ব্রান্ডিস
15. ডায়াট্রিক ব্রান্ডিস কে ছিলেন?
উত্তর:- একজন জার্মান বন বিশেষজ্ঞ।
16. কোন শব্দটি থেকে "চুয়ার" শব্দের উৎপত্তি হয়?
উত্তর:- চার।
17. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেছিলেন?
উত্তর:- 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস।
18. পাইক বা সৈনিক হিসেবে কাজ করে চুয়াররা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত, তাকে কি বলা হতো?
উত্তর:- পাইকান।
19. ভারতের প্রথম ফরেস্ট ইন্সপেক্টর কে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর:- ডায়াট্রিক ব্রান্ডিস।
20. রিজার্ভ ফরেস্ট অ্যাক্ট বা সংরক্ষিত অরণ্য আইন কত খ্রীস্টাব্দে পাস হয়েছিল?
উত্তর:- 1878 খ্রিস্টাব্দে।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Various Tribal Tebellions in India Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive