সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 6th October 2025 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th October 2025 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
6th October 2025 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মাদাভিয়া সম্প্রতি 'MY Bharat' মোবাইল অ্যাপ লঞ্চ করলেন।
2. সম্প্রতি হিমাচল প্রদেশ রাজ্য তুষার চিতাবাঘের সংখ্যা নির্ণয়ে ভারতে প্রথম হয়েছে?
3. সম্প্রতি UPSC পরিষেবার 100 তম বছরে উপলক্ষে 'My UPSC Interview' পোর্টাল চালু করেছে এবং নতুন লোগো উন্মোচন করেছে।
4. 11 তম "বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন (WGES) 2025" দুবাই -এ অনুষ্ঠিত হয়েছিল?
5. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়াদিল্লিতে NIELIT ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম লঞ্চ করলেন।
6. সম্প্রতি DPIIT ভারতের বায়োটেকনোলজি স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে থার্মো ফিশার সায়েন্টিফিকের সাথে MOU চুক্তি স্বাক্ষর করেছে।
7. সম্প্রতি ভগবান মহাবীর বন্যপ্রাণী অভয়ারণ্য গোয়া রাজ্যে প্রতিষ্ঠিত হলো?
8. কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি সম্প্রতি নয়াদিল্লিতে IGL-এর অফিস এবং স্মার্ট গ্যাস মিটার প্ল্যান্টের উদ্বোধন করলেন৷
9. সম্প্রতি 101 বছর বয়সে প্র্যাত হলেন প্রবীণ সমাজতান্ত্রিক ও মুক্তিযোদ্ধা ড. জি.জি. পরীখ।
10. সম্প্রতি ফরাসি বহুজাতিক কোম্পানি Capgemini -এর নতুন (CEO) হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় চাল।
আরও পড়ুন:- 5th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স