8th October 2025 Current Affairs in Bengali Quiz | 8th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

8th October 2025 Current Affairs in Bengali Quiz | 8th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
8th October 2025 Current Affairs in Bengali Quiz | 8th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 8th October 2025 Current Affairs in Bengali Quiz | 8th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th October 2025 Current Affairs in Bengali Quiz | 8th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



8th October 2025 Current Affairs in Bengali Quiz | 8th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. প্রতিবছর 8th অক্টোবর "ভারতীয় বিমান বাহিনী দিবস" (Air Force Day) পালন করা হয়।

2. 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস


3. সম্প্রতি মহারাষ্ট্র সরকার ডিবি পাটিলের নামে মুম্বাই বিমানবন্দরের নামকরণের কথা ঘোষণা করেছেন।

4. সম্প্রতি গোয়া রাজ্য সরকার "Mhaje Ghar" (আমার বাড়ি) প্রকল্প চালু করা হয়েছে?

5. কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল দক্ষিণ আফ্রিকায় G20 এনার্জি ট্রানজিশন মিনিস্টারিয়াল মিটিংয়ে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন।


6. 2025 সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই ব্র্যাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি

7. ভারতের প্রথম স্পোর্টস টেক ইনকিউবেশন সেন্টার চালু করতে সম্প্রতি বরুশিয়া ডর্টমুন্ডের সাথে চুক্তি করলো তামিলনাড়ু সরকার।


8. "বিশ্ব বাসস্থান দিবস 2025" (World Habitat Day 2025) -এর থিম ছিল আরবান ক্রাইসিস রেসপন্স।

9. সম্প্রতি RBI আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং কর্পোরেশন এবং HDB আর্থিক পরিষেবাগুলিতে জরিমানা আরোপ করেছে৷

10. ছত্তিশগড়ের বালোদ ভারতের প্রথম বাল্যবিবাহ-মুক্ত জেলা হিসেবে স্থান পেয়েছে।

আরও পড়ুন:- 6th অক্টোবর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post