সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Railway Group D Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রেলওয়ে গ্রুপ ডি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Railway Group D Questions Answers।
রেলওয়ে গ্রুপ ডি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Railway Group D Questions Answers
1. ভারতে আদমশুমারি কত বছর অন্তর গণনা করা হয়?
উত্তর:- ১০ বছর অন্তর।
2. প্রথম রেলপথ তৈরি হয় কোন দেশে?
উত্তর:- ইংল্যান্ড
3. কলকাতা মেডিক্যাল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮৩৫ সালে।
4. ভারতে জন্মগ্রহণকারী কোন জ্যোতি পদার্থবিজ্ঞানী, ১৯৮৩ সালে তাঁর জন্মদিনে নোবেল প্রাইজ লাভ করেছিলেন?
উত্তর:- এস চন্দ্রশেখর।
5. ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন?
উত্তর:- কেশবচন্দ্র সেন।
6. সর্বপ্রথম কে আবিষ্কার করেন যে আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে সাতটি রঙে বিভক্ত হয়?
উত্তর:- আইজাক নিউটন
7. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসক স্থাপন করেছিলেন?
উত্তর:- প্রথম কুমারগুপ্ত।
8. দিল্লির সিংহাসনে প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তর:- রাজিয়া সুলতানা
9. কে. এম. কারিয়াপ্পা কে ছিলেন?
উত্তর:- প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ
10. বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক কে ছিলেন?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
11. কার সম্মতি ছাড়া সংসদ এলাকায় কোনো সাংসদকে গ্রেফতার করা যাই না?
উত্তর:- স্পিকার
12. পেশীর ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম উল্লেখ করো?
উত্তর:- ল্যাকটিক অ্যাসিড।
13. বল্লালসেনের গুরুর নাম উল্লেখ করো।
উত্তর:- অনিরুদ্ধ
14. দিল্লির কোন সুলতান দাস কেনাবেচা বন্ধ করেছিলেন?
উত্তর:- ফিরোজ শাহ তুঘলক
15. বিশ্বের প্রথম রোবট হিসেবে কে নাগরিকত্ব পেয়েছে?
উত্তর:- সোফিয়া
16. তাঁতিয়া টোপীর প্রকৃত নাম উল্লেখ করো।
উত্তর:- রামচন্দ্র পানডুরঙ্গ
17. ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের স্বামী তথা ঝাঁসির মহারাজার নাম উল্লেখ করো।
উত্তর:- গঙ্গাধর রাও
18. মাউন্ট এভারেস্ট নেপালে কি নাম পরিচিত?
উত্তর:- সাগরমাথা
19. “ভূত পেত্নীর দেশ” চিত্রকলার শিল্পীর নাম কী?
উত্তর:- অবনীন্দ্রনাথ ঠাকুর
20. বাংলার নানাসাহেব নাম কে পরিচিত?
উত্তর:- রামরতন মল্লিক।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF
