পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন ও উত্তর | WBP Important General Knowledge in Bengali

পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন ও উত্তর | WBP Important General Knowledge in Bengali
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন ও উত্তর | WBP Important General Knowledge in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন ও উত্তর | WBP Important General Knowledge in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন ও উত্তর | WBP Important General Knowledge in Bengali।




পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন ও উত্তর | WBP Important General Knowledge in Bengali

1. 'কোষ' কথাটি প্রথম কে প্রবর্তন করেন?

উত্তর:- রবার্ট হুক

2. কোন জীবকে কেলাসিত করা যায়?

উত্তর:- ভাইরাস নামক জীবকে


3. 'হেপাটাইসিস-বি' ভাইরাস কোন রোগটির কারণ?

উত্তর:- জন্ডিস

4. ট্রাকিয়া কোন প্রাণীটির শ্বাস অঙ্গ?

উত্তর:- আরশোলা

5. ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?

উত্তর:- ডায়াবেটিস

6. মানব দেহের বৃহত্তম গ্রন্থিটির নাম কি?

উত্তর:- লিভার


7. দেহ কোষের বিভাজন কোন প্রক্রিয়ায়  সংঘটিত হয়?

উত্তর:- মাইটোসিস

8. সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তর:- ৬টি

9. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

উত্তর:- অগ্ন্যাশয় থেকে।

10. হাড় ও দাঁতকে মজবুত করে কোন কোন উপাদান?

উত্তর:- ক্যালসিয়াম ও ফসফরাস।

11. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগরহল কোন উপাদানটি?

উত্তর:- গ্লাইকোজেন


12. প্রথম মহিলা হিসেবে কে সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন?

উত্তর:- অমৃতা প্রীতম

13. ভারতীয় রেলের ম্যাসকট কি?

উত্তর:- ভোলু নামক হাতি, ২০০২ সাল থেকে চালু হয়।

14. স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী কে ছিলেন?

উত্তর:- জন ম্যাথাই

15. সুন্দরী মহিলা কে ভয় পাওয়া কে ইংলিশ এ কোন ভীতি বলে?

উত্তর:- Venustraphobia/ Caligynephobia.

16. প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারাঅলিম্পিকে পদক কে পান?

উত্তর:- দীপা মালিক

17. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?

উত্তর:- ৪ ফেব্রুয়ারী (4th February)

18. “Dilli Meri Dilli : Before and after 1998 ” – বইটি কার লেখা?

উত্তর:- শীলা দীক্ষিত

19. তুলোতন্তু ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় সেটি হলো

উত্তর:- বিসিনোসিস

20. ”The Origin of Species by Means of Natural Selection” – গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- ডারউইন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post