সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি SSC GD জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | SSC GD General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SSC GD জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | SSC GD General Knowledge Questions Answers।
SSC GD জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | SSC GD General Knowledge Questions Answers
1. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে কোনটি শোষণ করে?
(A) O3
(B) CO
(C) SO2
(D) CH2
উত্তর:- (A) O3
2. ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি?
(A) মোরান
(B) বম্বে হাই
(C) ডিগবয়
(D) আংক্লেশ্বর
উত্তর:- (C) ডিগবয়
3. পি এন ঠাকুর কার ছদ্মনাম?
(A) রাসবিহারী বসু
(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(C) ললিত মজুমদার
(D) বিপিন চন্দ্র পাল
উত্তর:- (A) রাসবিহারী বসু
4. শাকসবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয়ে থাকে?
(A) অ্যামোনিয়াম সালফেট
(B) জিঙ্ক সালফেট
(C) ম্যাগনেশিয়াম সালফেট
(D) কপার সালফেট
উত্তর:- (D) কপার সালফেট
5. Child is the father of man - একথা কে বলেছেন?
(A) জন কীটস
(B) লর্ড বায়রন
(C) উইলিয়াম শেক্সপিয়র
(D) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
উত্তর:- (D) উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
6. ক্লোরিনের প্রধান উৎস কী?
(A) রক সল্ট
(B) এপসম সল্ট
(C) গ্লবার সল্ট
(D) ব্লিচিং পাউডার
উত্তর:- (A) রক সল্ট
7. হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয় ঘটে?
(A) নিউক্লিয় বিভাজন
(B) নিউক্লিয় সংযোজন
(C) স্প্যালেশন বিক্রিয়া
(D) কোনটাই নয়
উত্তর:- (B) নিউক্লিয় সংযোজন
8. কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ-কষ্টের বিবরণ পাওয়া আছে?
(A) নীলদর্শন
(B) নীলদর্পণ
(C) নীলকণ্ঠ
(D) আনন্দমঠ
উত্তর:- (B) নীলদর্পণ
9. মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়ে থাকে?
(A) মাথা
(B) কান
(C) গলা ও গাল
(D) লিভার
উত্তর:- (C) গলা ও গাল
10. চিপকো কথার অর্থ কী?
(A) বেঁধে রাখা
(B) জড়িয়ে ধরা
(C) আটকে রাখা
(D) ছেড়ে দেওয়া
উত্তর:- (B) জড়িয়ে ধরা
11. কোন মুঘল সম্রাট ভারতে "জিন্দাপীর" নামে পরিচিত?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) ঔরঙ্গজেব
(D) কেউই নয়
উত্তর:- (C) ঔরঙ্গজেব
12. দ্য স্প্রিইং টাইগার নামে কে পরিচিত ছিলেন ?
(A) সুভাষচন্দ্র বসু
(B) রাসবিহারী বসু
(C) ক্ষুদিরাম বসু
(D) সত্যজিৎ বসু
উত্তর:- (A) সুভাষচন্দ্র বসু
13. পানীয় জলে প্রধান বিষ কোনটি?
(A) আর্সেনিক
(B) ক্লোরাইড
(C) পটাশিয়াম
(D) নাইট্রেট
উত্তর:- (A) আর্সেনিক
14. কোন উদ্ভিদের কান্ডে জলসঞ্চারী কোশ থাকে?
(A) শিউলী
(B) শাল
(C) ফণীমনসা
(D) সেগুন
উত্তর:- (C) ফণীমনসা
15. সানিয়া মির্জা কোন খেলাটির সাথে যুক্ত?
(A) হকি
(B) ভলিবল
(C) টেনিস
(D) টেবিল টেনিস
উত্তর:- (C) টেনিস
16. দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
(A) ১৯৩১
(B) ১৯৩০
(C) ১৯৩২
(D) ১৯৩৫
উত্তর:- (A) ১৯৩১
17. সুয়েজ ক্যানাল কোন দেশে অবস্থিত?
(A) কিউবা
(B) বুলগেরিয়া
(C) ইজিপ্টে
(D) বলিভিয়া তে
উত্তর:- (C) ইজিপ্টে
18. ভারতীয় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয়েছিল?
(A) ১৯৪৭
(B) ১৯৪৮
(C) ১৯৪৯
(D) ১৯৫০
উত্তর:- (D) ১৯৫০
19. প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল?
(A) ১৯৪৮
(B) ১৯৫০
(C) ১৯৫১
(D) ১৯৫৩
উত্তর:- (C) ১৯৫১
20. গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেছিলেন?
(A) শিবাজী
(B) গোপাল
(C) ধর্মপাল
(D) শশাঙ্ক
উত্তর:- (A) শিবাজী
21. কোন গ্যাস অ্যাসিড বৃষ্টিপাতের জন্য দায়ী?
(A) মিথেন
(B) অক্সিজেন
(C) কার্বন মনোঅক্সাইড
(D) সালফার ডাই অক্সাইড
উত্তর:- (D) সালফার ডাই অক্সাইড
22. ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়?
(A) চিরহরিৎ
(B) গুল্ম
(C) ম্যানগ্রোভ
(D) পর্ণমোচী
উত্তর:- (D) পর্ণমোচী
23. মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভারের উদাহরণ?
(A) প্রথম শ্রেণীর
(B) দ্বিতীয় শ্রেণীর
(C) তৃতীয় শ্রেণীর
(D) কোনটাই নয়
উত্তর:- (C) তৃতীয় শ্রেণীর
24. ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
(A) রাজামুন্দ্রীতে
(B) চেন্নাইয়ে
(C) নাগপুরে
(D) এর্নাকুলামে
উত্তর:- (D) এর্নাকুলামে
25. হাজার হ্রদের দেশ কাকে বলা হয়ে থাকে?
(A) থাইল্যান্ড
(B) ফিনল্যান্ড
(C) হল্যান্ড
(D) নিউজিল্যান্ড
উত্তর:- (B) ফিনল্যান্ড
26. প্রকৃতির আঁচল কাকে বলা হয়ে থাকে?
(A) মরুভূমি
(B) জলাশয়
(C) মাটি
(D) অরণ্য
উত্তর:- (D) অরণ্য
27. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথায় চার ধাম মহাসড়ক উন্নয়ন প্রকল্পের শিল্যান্যাস করেছেন?
(A) হৃষিকেশ
(B) হরিদ্বার
(C) দেরদুন
(D) ত্রিপুরা
উত্তর:- (C) দেরদুন
28. নিচের কোন ভিটামিনটি জলে দ্রাব্য?
(A) ভিটামিন A
(B) ভিটামিন B
(C) ভিটামিন C
(D) ভিটামিন D
উত্তর:- (C) ভিটামিন C
29. লাইফ ডিভাইন গ্রন্থটি কে রচনা করেন?
(A) স্বামী বিবেকানন্দ
(B) শ্রী অরবিন্দ
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) ডিরোজিও
উত্তর:- (B) শ্রী অরবিন্দ
30. ভারত স্বাধীনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
(A) মহাত্মা গান্ধী
(B) জওহরলাল নেহেরু
(C) সুভাষচন্দ্র বসু
(D) জে বি কৃপালনী
উত্তর:- (D) জে বি কৃপালনী
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF
