10th May 2024 Current Affairs in Bengali Quiz | 10th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

10th May 2024 Current Affairs in Bengali Quiz | 10th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
10th May 2024 Current Affairs in Bengali Quiz | 10th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


সুপ্রিয় বন্ধুরা,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 10th May 2024 Current Affairs in Bengali Quiz | 10th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th May 2024 Current Affairs in Bengali Quiz | 10th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


10th May 2024 Current Affairs in Bengali Quiz | 10th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


1. সম্প্রতি কে GST Appellate Tribunal (GSTAT)- এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর:- সঞ্জয় কুমার মিশ্র

2. Men's T20 World Cup 2024 -এর অফিসিয়াল অ্যান্থেম হিসাবে ঘোষনা করা হয়েছে কোনটি?

উত্তর:- Out of This World.

3. সম্প্রতি প্রকাশিত "World Press Freedom Index 2024" -এ ভারতের স্থান কত?

উত্তর:- ১৫৯

4. T20 World Cup 2024 -এ আমেরিকা এবং সাউথ আফ্রিকা টিমের স্পন্সর হতে চলছে কোন কোম্পানি?

উত্তর:- আমুল (Amul)

5. সম্প্রতি কোন দেশে বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে?

উত্তর:- মেক্সিকো


6. সম্প্রতি ইন্ডিয়ান নেভির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে?

উত্তর:- কৃষ্ণ স্বামীনাথন

7. সম্প্রতি কে National Jute Board -এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন?

উত্তর:- শশী ভূষণ সিং

8. সম্প্রতি কোন দেশ Chang'e-6 নামে চন্দ্র যান লঞ্চ করছে?

উত্তর:- চীন

9. বিশ্বের সবচেয়ে 'অস্বাস্থ্যকর বাতাস' যুক্ত শহরের তালিকায় শীর্ষে স্থান অধিকার করেছে কোনটি?

উত্তর:- কাঠমান্ডু

10. সম্প্রতি কোন রাজ্য সরকার ১৪টি পতঞ্জলি আয়ুর্বেদ প্রোডাক্টের লাইসেন্স বাতিল করেছে?

উত্তর:- উত্তরাখণ্ড।

Previous Post Next Post