11th May 2024 Current Affairs in Bengali Quiz | 11th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

11th May 2024 Current Affairs in Bengali Quiz | 11th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
11th May 2024 Current Affairs in Bengali Quiz | 11th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 11th May 2024 Current Affairs in Bengali Quiz | 11th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th May 2024 Current Affairs in Bengali Quiz | 11th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


11th May 2024 Current Affairs in Bengali Quiz | 11th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


1. আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল পদে  কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- মৌসুমী চক্রবর্তী

2. সম্প্রতি কোন রাজ্য সরকার ৫৭টি জেলায় সাইবার পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করতে চলছে?

উত্তর:- উত্তর প্রদেশ

3. Jio Financial Services -এর MD এবং CEO পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- হিতেশ কুমার সেথিয়া

4. ভূমি সম্পদ দপ্তরের ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সর্বদানন্দ বার্নওয়াল

5. 9th ICC Men’s T-20 Cricket World Cup হোস্ট করবে কোন দেশ?

উত্তর:- ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র

6. সম্প্রতি কোন দেশ যানবাহন আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল?

উত্তর:- শ্রীলঙ্কা

7. সম্প্রতি কোন AI সংবাদ পরিবেশিকা "2024 Global Media Award" পেল?

উত্তর:- সানা

8. আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি কাকে গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করেছে?

উত্তর:- বৈশালী রমেশ বাবু (Vaishali Ramesh Babu)

9. সম্প্রতি কোন দেশ তার নতুন মুদ্রা জারি করেছে?

উত্তর:- জিম্বাবুয়ে।

10. সম্প্রতি প্রকাশিত "World Press Freedom Index 2024" -এ ভারতের স্থান কত?

উত্তর:- ১৫৯


আরও পড়ুন::-

10th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


Previous Post Next Post