12th May 2024 Current Affairs in Bengali Quiz | 12th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

12th May 2024 Current Affairs in Bengali Quiz | 12th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 12th May 2024 Current Affairs in Bengali Quiz | 12th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th May 2024 Current Affairs in Bengali Quiz | 12th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

12th May 2024 Current Affairs in Bengali Quiz | 12th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্যে 'School on Wheels' উদ্যোগ চালু হয়েছে?

উত্তর:- মণিপুর

2. সম্প্রতি গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসা ভারতে নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে কাকে নিযুক্ত করেছে?

উত্তর:- সুজাই রায়না (Sujai Raina)

3. চলতি বছরে অনুষ্ঠিত হতে চলা ICC মহিলা T20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর:- বাংলাদেশ

4. UNICEF India -র ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- করিনা কাপুর খান

5. সম্প্রতি কোন ব্যাঙ্কের MD এবং CEO পদে নিযুক্ত হলেন সঞ্জীব নৌটিয়াল?

উত্তর:- উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank)

6. সম্প্রতি অনুষ্ঠিত Indian Super League (ISL) 2023-24 ফাইনাল শিরোপা জিতলো কোন টিম?

উত্তর:- Mumbai City FC

7. সম্প্রতি আসামের কোন বায়োলজিস্ট  দ্বিতীয়বারের জন্য Whitley Gold Award পেলেন?

উত্তর:- পূর্ণিমা দেবী বর্মন

8. GST Appellate Tribunal (GSTAT) -এর প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- সঞ্জয় কুমার মিশ্র

9. সম্প্রতি কোন দেশের ক্রিকেটার Devon Thomas -কে ICC ৫ বছরের জন্য ব্যান করেছে?

উত্তর:- ওয়েস্ট ইন্ডিজ

10. সম্প্রতি কে "Oxford Bookstore Book Cover Prize 2024" পুরষ্কার জিতলেন?

উত্তর:- ভাবী মেহতা।

আরও পড়ুন::

11th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


Previous Post Next Post