সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 13th May 2024 Current Affairs in Bengali Quiz | 13th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th May 2024 Current Affairs in Bengali Quiz | 13th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
13th May 2024 Current Affairs in Bengali Quiz | 13th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি 46 তম অ্যান্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- কোচি (Kochi).
2. সম্প্রতি কোন ভারতীয় কুস্তিগীরকে "ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW)" এক বছরের জন্য সাসপেন্ড করেছে?
উত্তর:- বজরং পুনিয়া (Bajrang Punia)
3. সম্প্রতি কোন দেশ ভারতীয়দের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সময়সীমা বাড়িয়েছে?
উত্তর:- শ্রীলঙ্কা
4. সম্প্রতি HDFC Life -এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- কেকি মিস্ত্রী (Keki Mistry)
5. ভারত সম্প্রতি কোন দেশ থেকে তার সামরিক কর্মীদের প্রত্যাহার করেছে?
উত্তর:- মালদ্বীপ (Maldives)
6. সম্প্রতি, কোন সংস্থা নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় প্রথম আইন জারি করেছে?
উত্তর:- ইউরোপীয় ইউনিয়ন [European Union (EU)]
7. সম্প্রতি, মহামত ইদ্রিস দেবী আফ্রিকার কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
উত্তর:- চাদ (Chad)
8. সম্প্রতি কোন রাজ্য সরকার বনের দাবানল রোধ করার জন্য ‘পিরুল লাও-পায়েস পাও’ অভিযান শুরু করেছে? (Pirul Lao-Paise Pao)
উত্তর:- উত্তরাখণ্ড
9. সম্প্রতি কোন দেশ ভিক্টোরিয়া শি (Victoria Shi) নামে একটি AI তৈরি মুখপাত্র চালু করেছে?
উত্তর:- ইউক্রেন
10. সম্প্রতি, 26 তম ASEAN -ভারতীয় সিনিয়র কর্মকর্তাদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- নয়াদিল্লি।
আরও পড়ুন::-
12th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স