SSC GD কন্সটেবল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | SSC GD Constable Question Answer
SSC GD কন্সটেবল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | SSC GD Constable Question Answer
1. টাইফয়েড হলো একটি ___ ঘটিত রোগ?
উত্তর:- ব্যাকটেরিয়া
2. কম্পিউটারে ব্যবহৃত শব্দ HTTP -এর পুরো কথা কি? (Full Form of HTTP)
উত্তর:- হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল (Hyper Text Transfer Protocol).
3. জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- উত্তরাখন্ড
4. বিখ্যাত পর্যটক ইবন বতুতা কোন স্থান থেকে ভারতে এসেছিলেন?
উত্তর:- মরক্কো
5. কোন অধিবেশনে কংগ্রেস স্বরাজ এর ডাক দিয়েছিল?
উত্তর:- 1906 সালের অধিবেশনে
6. ভারতে প্রথম নিপা ভাইরাস ধরা পড়ে কোন রাজ্যে?
উত্তর:- কেরল
7. ইনভার্টিব্রেট এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
উত্তর:- সরীসৃপ
8. কোন দেশ কমনওয়েলথ গেমস 5 বার হোস্ট করেছে?
উত্তর:- অস্ট্রেলিয়া
9. কাবেরী নদী জল সমস্যা কোন দুই রাজ্যের মধ্যে?
উত্তর:- কর্ণাটক ও তামিলনাড়ু
10. ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি?
উত্তর:- ডেকান কুইন।