ভারতের সংবিধান প্রশ্নোত্তর | Constitution of India Question Answer
1. পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম পূর্ণাঙ্গ রূপ এর বিখ্যাত সংবিধান কোন দেশের?
উত্তর:- ভারতের
2. সংবিধান রচনা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর:- ডঃ আম্বেদকর
3. ধর্ম পালনের অধিকার সংবিধানের কোন ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তর:- 25 থেকে 28 ধারায়।
4. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়?
উত্তর:- জুলাই 1947 সালে
5. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে?
উত্তর:- 1935 সালে
6. সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়?
উত্তর:- 1949 সালের 26 শে নভেম্বর
7. সংবিধান সভায় গৃহীত সংবিধানে সভাপতিত্ব হিসেবে কে স্বাক্ষর করেন?
উত্তর:- ডঃ রাজেন্দ্র প্রসাদ
8. মূল সংবিধানে কয়টি ধারা ও তপশিলি আছে?
উত্তর:- 395 টি ধারা ও 8 টি তপশিল
9. সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
উত্তর:- সচ্চিদানন্দ সিনহা
10. কত সালে সংবিধানের 42 তম সংশোধনী গৃহীত হয়েছিল?
উত্তর:- 1976 সালে।