সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | Madhyamik Geography Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | Madhyamik Geography Question Answer।
মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | Madhyamik Geography Question Answer
1. ভারতের গড় জনঘনত্ব কত?
উত্তর:- 382 জন
2. ধুঁয়াধার জলপ্রপাতটি রয়েছে কোন নদীতে?
উত্তর:- নর্মদা
3. কোন মহাসাগরে ঋতুপরিবর্তনের সাথে সমুদ্রস্রোতের 180° পরিবর্তন ঘটে-
উত্তর:- ভারত মহাসাগরে
4. শিলাময় মরুভূমিকে কী বলে?
উত্তর:- হামাদা
5. জীবানু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কী বলে?
উত্তর:- কম্পোস্টিং
6. ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহর নাম কি?
উত্তর:- IRS
7. ভারতের কোন রাজ্যে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়?
উত্তর:- রাজস্থান
8. ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় নাম কী?
উত্তর:- টাইফুন
9. পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে, তাকে কী বলে?
উত্তর:- অ্যাপোজি
10. পৃথিবীর অ্যাবেডোর পরিমান কত শতাংশ?
উত্তর:- 34%
11. 'দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার' বলা হয় কাকে?
উত্তর:- কোয়েম্বাটোর।
আরও পড়ুন::-