15th May 2024 Current Affairs in Bengali Quiz | 15th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

15th May 2024 Current Affairs in Bengali Quiz | 15th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
15th May 2024 Current Affairs in Bengali Quiz | 15th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 15th May 2024 Current Affairs in Bengali Quiz | 15th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th May 2024 Current Affairs in Bengali Quiz | 15th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




15th May 2024 Current Affairs in Bengali Quiz | 15th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


1. "আন্তর্জাতিক পরিবার দিবস" (International Day of Families) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 15th মে

2. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Colin Munro কোন দেশের খেলোয়াড় ছিলেন?

উত্তর:- নিউজিল্যান্ড




3. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন Mikhail Mishustin?

উত্তর:- রাশিয়া

4. আন্টার্কটিকায় রিসার্চ স্টেশন তৈরি করতে চলছে কোন দেশ?

উত্তর:- ভারত

5. বিশ্ব হাইড্রোজেন সামিট 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? (World Hydrogen Summit 2024)

উত্তর:- নেদারল্যান্ডস

6. সম্প্রতি খবরের শিরোনামে আসা চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? (Chabahar Port)

উত্তর:- ইরান

7. কোন ইংল্যান্ড ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন?

উত্তর:- জেমস অ্যান্ডারসন

8. প্যারিস অলিম্পিক 2024 -এর জন্য কোটা সুরক্ষিত করেছে প্রথম কোন ভারতীয় পুরুষ কুস্তিগীর?

উত্তর:- আমান সেহরাওয়াত

9. ভারত-ফ্রান্স যৌথ সামরিক মহড়া 'শক্তি' -এর 7তম সংস্করণ কোন রাজ্যে আয়োজিত হচ্ছে?

উত্তর:- মেঘালয়

10. সিনিয়র ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হচ্ছে?

উত্তর:- মুম্বাই।

আরও পড়ুন::- 

14th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


Previous Post Next Post