সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 11th June 2024 Current Affairs in Bengali Quiz | 11th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th June 2024 Current Affairs in Bengali Quiz | 11th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
11th June 2024 Current Affairs in Bengali Quiz | 11th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপার্সন পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উওর:- বিজয়াভারতী সায়নী
2. সম্প্রতি জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করলেন কে?
উওর:- রুচিরা কম্বোজ
3. সাম্প্রতিক ২০২৪ লোকসভা নির্বাচনে ভারতের প্রায় কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন?
উওর:- ৬৪২ মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন
4. সম্প্রতি কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হলেন কে?
উওর:- Sheikh Sabah Khalid AI Sabah.
5. জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শুকরের যকৃত প্রতিস্থাপন করল কোন দেশ
উওর:- চীন
6. সম্প্রতি অনুষ্ঠিত "15th Champions League" ফাইনাল জিতলো কোন ফুটবল ক্লাব?
উওর:- Real Madrid.
7. এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় পুনরায় শীর্ষস্থান দখল করলেন কে?
উওর:- গৌতম আদানি
8. Halla Tomasdottir সম্প্রতি কোন দেশের উওর:- রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন?
উওর:- আইসল্যান্ড
9. ভারতের প্রথম Urban Ropeway লঞ্চ হতে চলছে কোথায়?
উওর:- বারানসী
10. Deendayal Port Authority -এর চেয়ারপারসন হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উওর:- সুশীল কুমার সিং।
আরও পড়ুন:- 10th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স