20th July 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

20th July 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
20th July 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 20th July 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th July 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




20th July 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                    

1. "আন্তর্জাতিক দাবা দিবস" (International Chess Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 20th জুলাই

2. সম্প্রতি নীতি আয়োগ -এর ভাইস চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সুমনের বেরি (Suman's berries)


3. ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে কে পুনর্নির্বাচিত হয়েছেন?

উত্তর:- রবার্টা মেটসোলা (Roberta Metsola)

4. সম্প্রতি এশিয়ার প্রথম স্বাস্থ্য গবেষণা সংক্রান্ত "প্রি-ক্লিনিক্যাল নেটওয়ার্ক ফ্যাসিলিটি" কোথায় উদ্বোধন করা হলো?

উত্তর:- ফরিদাবাদ

5. শিক্ষা মন্ত্রণালয় কার সহযোগিতায় অস্মিতা প্রকল্প চালু করেছে?  

উত্তর:- UGC.

6. সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণাকারী টমাস মুলার কোন দেশের খেলোয়াড়?

উত্তর:- জার্মানি


7. সম্প্রতি, কোন রাজ্য অগ্নিনির্বাপক পুলিশ নিয়োগে 10% সংরক্ষণ ঘোষণা করেছে?

উত্তর:- হরিয়ানা

8. বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024 -এ কোন ভারতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন?

উত্তর:- শৌর্য বাভা (Shaurya Bava) 

9. সম্প্রতি আলোচনায় আসা 'কীর্তি' উদ্যোগ কোন মন্ত্রণালয়ের উদ্যোগে?

উত্তর:- ক্রীড়া মন্ত্রণালয়

10. পল কাগামে (Paul Kagame) সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- রুয়ান্ডা (Rwanda).

 

আরও পড়ুন:- 19th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post