18th July 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

18th July 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
18th July 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 18th July 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th July 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।




18th July 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                   

1. "নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস" কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 18th জুলাই

2. প্রবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশের তালিকায় ভারতের স্থান কত?

উত্তর:- ষষ্ঠ


3. Wimbledon 2024 পুরুষ বিভাগের খেতাব অর্জন করলেন কে?

উত্তর:- Carlos Alcaraz.

4. সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী James Anderson, কোন দেশের ক্রিকেটার?

উত্তর:- ইংল্যান্ড

5. কোন দিনটিতে "সংবিধান হত্যা দিবস" হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার?

উত্তর:- ২৫শে জুন

6. প্রবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে কোন দেশ?

উত্তর:- ভিয়েতনাম

7. সম্প্রতি প্রকাশিত NITI Aayog’s SDG India Index 2023-24 -এ প্রথম স্থানে দখল করেছে কোন কোন রাজ্য?

উত্তর:- কেরালা ও উত্তরাখণ্ড

8. সম্প্রতি কোন দেশের তরফ থেকে Order of St Andrew the Apostle সম্মানে সম্মানিত হলেন নরেন্দ্র মোদী?

উত্তর:- রাশিয়া


9. মাত্র ১৯ ঘণ্টায় মালয়েশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিনাবালু জয় করলেন কোন ভারতীয় পর্বতারোহী?

উত্তর:- উত্তরপ্রদেশের নীতিশ সিং

10. সম্প্রতি কোন রাজ্য "Best State In Horticulture" তকমা পেল?

উত্তর:- নাগাল্যান্ড।

 

আরও পড়ুন:- 17th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post