সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 150+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | General Science Questions Answers in Bengali PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 150+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | General Science Questions Answers in Bengali PDF।
150+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | General Science Questions Answers in Bengali PDF
1. জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী?
উত্তর:- শুশুক
2. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলা হয়?
উত্তর:- প্যাথজেনিক।
3. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর:- স্নায়ুতন্ত্রের।
4. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
উত্তর:- নিওমোনিয়া।
5. প্রাণী জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তর:- ইভোলিওশন।
6. কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর:- ট্রিপসিন
7. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর:- প্লিহাতে।
8. একটি এ্যান্টিবায়োটিক -এর নাম উল্লেখ করো?
উত্তর:- পেনিসিলিন
9. জন্ডিসে আক্রান্ত হয় কোন অঙ্গ?
উত্তর:- যকৃত
10. সবচেয়ে বড় ভাইরাস কোনটি?
উত্তর:- গো-বসন্তের ভাইরাস।
11. কোনো পরিবহন তন্ত্র নেই কার?
উত্তর:- ছত্রাকের
12. ঝিনুকের রক্তে কি থাকে না?
উত্তর:- হিমোগ্লোবিন।
13. গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?
উত্তর:- আর্থ্রোপোডা।
14. মুক্তায় কত ভাগ অংশে CaCO3 থাকে?
উত্তর:- ৮৮-৯০ ভাগ
15. চিংড়ির চাষকে কি বলে?
উত্তর:- Prawn culture.
16. ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?
উত্তর:- গ্রীষ্মকাল।
17. "আমা” শব্দের অর্থ উল্লেখ করো?
উত্তর:- সাগর কন্যা
18. মাছ চাষের জন্য উপকারী জল কেমন হওয়া প্রয়োজন?
উত্তর:- ক্ষার ধর্মী জল।
19. মাছের প্রাকৃতিক খাবার কী?
উত্তর:- প্লাংকটন।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- General Science Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive