সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 17th September 2024 Current Affairs in Bengali Quiz | 17th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th September 2024 Current Affairs in Bengali Quiz | 17th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
17th September 2024 Current Affairs in Bengali Quiz | 17th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আদিবাসী উপাচার্য হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
উওর:- বিনয় কুমার সোরেন
2. সম্প্রতি প্রকাশিত "Global Innovation Index 2023" -এ ভারতের স্থান কত?
উওর:- ৪০ তম।
3. সম্প্রতি Swiggy Instamart -এর নতুন CEO পদে কে নিযুক্ত হলেন?
উওর:- অমিতেশ ঝা
4. সম্প্রতি কোন রাজ্য সরকার AI-enabled ecosystem তৈরি করার জন্য Google এর সাথে MoU স্বাক্ষর করলো?
উওর:- তামিলনাড়ু
5. সম্প্রতি অনুষ্ঠিত 2024 প্যারিস প্যারা অলিম্পিকে কোন খেলায় স্বর্ণ পদক জিতেছেন নীতেশ কুমার?
উওর:- ব্যাডমিন্টন
6. Luis Suarez সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন, তিনি কোন দেশের খেলোয়াড়?
উওর:- উরুগুয়ে
7. সম্প্রতি কোন রাজ্য সরকার ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল পাশ করেছে?
উওর:- পশ্চিমবঙ্গ
8. সম্প্রতি Hero MotoCorp -এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
উওর:- সঞ্জয় ভান।
9. ICC World Test Championship 2025 ফাইনাল কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
উওর:- ইংল্যান্ডের লর্ডস -এ।
10. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কতগুলি ফুটবল স্টেডিয়াম নির্মাণের কথা ঘোষণা করেছেন?
উওর:- ১৮টি।
আরও পড়ুন:- 500+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF