মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ | Heredity and Genetic Diseases Questions Answers

 

মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ | Heredity and Genetic Diseases Questions Answers
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ | Heredity and Genetic Diseases Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ | Heredity and Genetic Diseases Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ | Heredity and Genetic Diseases Questions Answers।




মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ | Heredity and Genetic Diseases Questions Answers

1. কোন বিজ্ঞানীকে বংশগতির জনক বলা হয়ে থাকে?


উত্তর:- গ্রেগর জোহান মেণ্ডেলকে বংশগতির জনক বলা হয়ে থাকে।


2. লোকাস বলতে কি বোঝো?


উত্তর:- ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলা হয়ে থাকে।


3. বিজ্ঞানী মেন্ডেল মটরফুলকে কীভাবে স্ত্রী ফুলে পরিণত করেছিল?


উত্তর:- বিজ্ঞানী মেন্ডেল মটর ফুলের পুংকেশরগুলি কেটে বাদ দিয়ে ছিলেন।


4. কী ধরনের গিনিপিগ নিয়ে একসংকর জনন ঘটালে অপত্য জনুতে ফল 3 : 1 হয়ে থাকে?


উত্তর:- যদি দুটি গিনিপিগ সংকর কালো প্রকৃতির হয় তাহলে অপত্য জনুতে তিন ভাগ কালো ও এক ভাগ সাদা (3 : 1) ফল পাওয়া যাবে।


5. বিজ্ঞানী মেন্ডেল একসংকর জনন পরীক্ষা থেকে কী সূত্রে উপনীত হয়েছিল?


উত্তর:- পৃথকৃভবনের সূত্র।


6. লিঙ্গ নির্ধারণে কোন্ ক্রোমোজোমের ভূমিকা সবচেয়ে বেশি?


উত্তর:- সেক্স ক্রোমোজোম (X ও Y) ।


7. হিমোফিলিয়া কোন প্রকারের ক্রোমোজোম ঘটিত রোগ?


উত্তর:- ‘X’ ক্রোমোজোম ঘটিত বংশগত রোগ।


8. হিমোফিলিয়া আক্রান্ত রোগীরা প্রায় কতদিন বাঁচে ?


উত্তর:- প্রায় সর্বাধিক 20 বছর।


9. বর্ণান্ধতা রোগাক্রান্ত রোগী সাধারণত কোন কোন বর্ণ চিনতে পারে না?


উত্তর:- লাল  ও সবুজ বর্ণ।


10. ‘TT’ সংকেত দ্বারা একটি মটর গাছের ক্ষেত্রে কী বোঝানো হয়ে থাকে?


উত্তর:- বিশুদ্ধ লম্বা বোঝানো হয়ে থাকে।


11. জেনেটিক কোড কে আবিষ্কার করেছিলেন?


উত্তর:- ড. হরগোবিন্দ খোরান।


12. মানুষের Y ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য উল্লেখ করো?


উত্তর:- পুরুষদের কানের লতিতে চুল।


13. সংকরায়ণ পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- জিনোটাইপিক অনুপাত বলে।


14. রাজকীয় হিমোফিলিয়া বিদেশে কোন পরিবারে দেখা গিয়েছিলো?


উত্তর:- ইংল্যান্ডের রাজপরিবারে দেখা গিয়েছিলো।


15. বিজ্ঞানী মেন্ডেলের সূত্রগুলি কী নামে পরিচিত?


উত্তর:- বিজ্ঞানী মেন্ডেলের সূত্রগুলি পৃথকভবনের সূত্র ও স্বাধীন বিন্যাসের সূত্র নামে পরিচিত।


16. Tt-র ফিনোটাইপ কী হবে লেখো?


উত্তর:- Tt এর ফিনোটাইপটি হবে সংকর লম্বা।


17. মেন্ডেলের নিৰ্বিাচিত বৈশিষ্ট্য গুলি মোট কত জোড়া ছিল?


উত্তর:- মেন্ডেল নির্বাচিত বৈশিষ্ট্য গুলি ছিল সাতজোড়া (7 জোড়া) বৈশিষ্ট্য ছিল।


18. পুরুষদের সেক্স ক্রোমোজোম কী প্রকৃতির হয়?


উত্তর:- পুরুষদের সেক্স ক্রোমোজোম হেটারোজাইগাস প্রকৃতির (XY)।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post