সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ | Environment Resources and Conservation Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ | Environment Resources and Conservation Questions Answers।
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ | Environment Resources and Conservation Questions Answers
1. একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর:- একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম হল রাইজোবিয়াম।
2. ক্লসট্রিডিয়াম কীধরনের জীব?
উত্তর:- ক্লসট্রিডিয়াম হলো মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া।
3. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর:- একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হল নাইট্রোব্যাকটার।
4. একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর:- একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হল সিউডোমোনাস।
5. দেহে নাইট্রোজেনের একটি উপযোগিতা উল্লেখ করো।
উত্তর:- দেহে প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন প্রয়োজন হয়ে থাকে।
6. একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাসের নাম উল্লেখ করো।
উত্তর:- একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাসের নাম হলো নাইট্রাস অক্সাইড (N2O)।
7. SPM-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর:- SPM-এর সম্পূর্ণ নাম হলো Suspended Particulate Matter.
8. CFC -এর সম্পূর্ণ নাম কী?
উত্তর:- CFC -এর সম্পূর্ণ নাম হলো ক্লোরোকুওরোকার্বন।
9. একটি আগাছানাশকের নাম লেখো।
উত্তর:- একটি আগাছানাশকের নাম হলো 2, 4-D, সিমাজিন।
10. কত ভেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যেতে পারে?
উত্তর:- দীর্ঘদিন 100 ডেসিবেল শব্দে থাকলে মানুষ বধির হয়ে যেতে পারে।
11. জলবাহিত একটি রোগের নাম লেখো।
উত্তর:- জলবাহিত একটি রোগের নাম হল কলেরা।
12. একটি গৌণ বায়ুদূষকের নাম লেখো।
উত্তর:- একটি গৌণ বায়ুদূষকের নাম হল ওজোন (O3)
13. একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর:- CFC (ক্লোরো ফুরো কার্বন)।
14. পরিযান (Migration) বলতে কি বোঝো?
উত্তর:- যখন জীবেরা আদি বাসস্থানের প্রতিকূলতার জন্য অপর কোনো অনুকূল পরিবেশে গমন করতে থাকে এবং আদি বাসস্থানে অনুকুল পরিবেশ সৃষ্টি হলে পুনরায় ওই বাসস্থানে ফিরে আসে, তাকে পরিযান বলা হয়ে থাকে।
15. মৃত্যুহার বা মর্টালিটি বলতে কি বোঝো?
উত্তর:- একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মৃত্যুহার বা মর্টালিটি বলা হয়ে থাকে।
16. লিংকন সূচক বলতে কি বোঝো?
উত্তর:- চলমান জীবেদের সংখ্যা গণনার ক্ষেত্রে জীবেদের চিহ্নিতকরণ, মুক্তিপ্রদান ও পুনরায় আবদ্ধকরণের মাধ্যমে সংখ্যা গণনা করাকেই বলা হয়ে থাকে লিংকন সূচক।
17. এন্ডেমিক প্রজাতি বলতে কি বোঝো?
উত্তর:- যেসমস্ত প্রজাতির জীব কোনো সুনির্দিষ্ট স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করে এবং তারা কেবল ওই বিশেষ স্থানেই সীমাবদ্ধ থাকে, তাদের এন্ডেমিক প্রজাতি বলা হয়ে থাকে।
18. ভারতবর্ষে কতগুলো হটস্পট চিহ্নিত করা হয়েছে?
উত্তর:- ভারতবর্ষে 4 টি হটস্পট চিহ্নিত করা হয়েছে।
19. জীববৈচিত্র্য বিলুপ্তির একটি কারণ উল্লেখ করো।
উত্তর:- জল এবং বায়ুদূষণ হলো জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ।
20. ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পটির নাম লেখো।
উত্তর:- ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প নাগার্জুন সাগর(অধুপ্রদেশ)।
21. কোথায় সাদা বাঘ দেখতে পাওয়া যায়?
উত্তর:- মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ দেখতে পাওয়া যায়।
22. সুন্দরবনের কোন দ্বীপে কুমির দেখতে পাওয়া যায়?
উত্তর:- সুন্দরবনের লোথিয়ান দ্বীপে কুমির দেখতে পাওয়া যায়।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF