সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- শিল্প সম্পদ | Industry Related Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- শিল্প সম্পদ | Industry Related Questions Answers in Bengali।
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- শিল্প সম্পদ | Industry Related Questions Answers in Bengali
1. পৃথিবীতে কাগজ ও কাগজ বোর্ড উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
উত্তর:- চিন
2. রাশিয়ার ম্যাঞ্চেস্টার বলা হয় কোন স্থানকে?
উত্তর:- ইভানোভাকে
3. ভারতের বৃহত্তম পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর:- জামনগর
4. উদীয়মান শিল্প বা Sunrise Industry কোন শিল্পকে বলা হয়ে থাকে?
উত্তর:- পেট্রো-রাসায়নিক শিল্পকে
5. শিল্প স্থানিকতা তত্ত্বের প্রবক্তার নাম লেখো।
উত্তর:- ওয়েবার
6. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র
7. নিউজপ্রিন্ট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
উত্তর:- কানাডা
8. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারত উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে কততম স্থান অধিকার করেছে?
উত্তর:- পঞ্চম স্থান
9. কাগজ শিল্প সর্বাধিক বিকাশ লাভ করেছে কোন স্থানে?
উত্তর:- সরলবর্গীয় অরণ্যে
10. ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়ে থাকে কাকে?
উত্তর:- আমেদাবাদকে
10. দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়ে থাকে কাকে?
উত্তর:- কোয়েম্বাটুর
11. চিনের ম্যাঞ্চেস্টার বলা হয়ে থাকে কাকে?
উত্তর:- সাংহাই
12. ভারতের রূঢ় বলা হয়ে থাকে কাকে?
উত্তর:- দুর্গাপুর
13. পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটির নাম লেখো।
উত্তর:- ডেট্রয়েট
14.মজুরি সূচক বলতে কি বোঝো?
উত্তর:- মজুরি সূচক বলতে বোঝায় কোনো শিল্পে একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরি অর্থাৎ কোনো শিল্পের মজুরি সূচক যত বাড়বে শিল্পটি ন্যূনতম পরিবহণ ব্যয় অবস্থান থেকে তত মজুরি অবস্থানের দিকে সরে যাবে।
15. শিল্পাঞল বলতে কি বোঝো?
উত্তর:- কোনো ভৌগোলিক এলাকায় একদেশিকতার কারণের ফলে গড়ে ওঠা সহযোগী এবং প্রতিদ্বন্দ্বী শিল্পগুলির একত্রিত সমাবেশকে বলা হয়ে থাকে শিল্পাঞ্চল।
16. শ্রমগুণক বলতে কি বোঝো?
উত্তর:- কোনো উৎপাদিত সামগ্রীর একক ওজন প্রতি মজুরি এবং যে পরিমাণ কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য কোনো শিল্পে পরিবহণ করা দরকার হয় সেগুলির সম্মিলিত ওজনের অনুপাতকে শ্রমগুণক বলা হয়ে থাকে।
17. ওয়েবারের শিল্প স্থাপন তত্ত্বটি ব্যাখ্যা করো।
উত্তর:- ওয়েবারের শিল্প স্থাপন তত্ত্বটি হলো - শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও উৎপাদিত শিল্পজাত দ্রব্যের পরিবহণ ব্যয়, শ্রমিক ব্যয় এবং ওই শিল্পের পিণ্ডভবন এই তিন-এর উপর নির্ভর করে মোট পরিবহণ ব্যয় যেখানে সর্বনিম্ন হয় সেখানে শিল্প স্থাপনের নীতিকে ওয়েবারের মতানুসারে শিল্প অবস্থান তত্ত্ব বলা হয়ে থাকের।
18. আগস্ট লশ -এর তত্ত্বের মূলকথাটি লেখো।
উত্তর:- যে স্থানে শিল্পজাত সামগ্রীর চাহিদা এবং লাভ বেশি সেই স্থানে অর্থাৎ শিল্পটি বাজারের কেন্দ্রস্থলে স্থাপিত হবে।
19. কাগজ শিল্পের রাসায়নিক কাচামালগুলি লেখো।
উত্তর:- কাগজ শিল্পের রাসায়নিক কাচামালগুলি হলো- কস্টিক সোডা, ব্লিচিং পাউডার, সোডা অ্যাশ, চুন, গন্ধক ইত্যাদি।
20. বাজার-এলাকা তত্ত্ব বা সর্বাধিক মুনাফা তত্ত্ব—এই তত্ত্বটির প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- আগস্ট লশ।
21. পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামালগুলি লেখো।
উত্তর:- পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামালগুলি হলো- ন্যাপথা, মিথেন, ইথিলিন ইত্যাদি।
22. পেট্রো-রাসায়নিক শিল্পজাত দ্রব্যগুলির নাম লেখো।
উত্তর:- পেট্রো-রাসায়নিক শিল্পজাত দ্রব্যগুলির নাম হলো- কৃত্রিম তন্তু, পলিমার, ইলাসটোমার ইত্যাদি।
23. USA -এর কয়েকটি মোটরগাড়ি নির্মাণকেন্দ্রের নাম উল্লেখ করো।
উত্তর:- USA -এর কয়েকটি মোটরগাড়ি নির্মাণকেন্দ্রের নাম হলো- ডেট্রয়েট, বস্টল, মিচিগান চেস্টার, সেন্ট লুইস ইত্যাদি।
24. পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানারটির নাম লেখো।
উত্তর:- আবিটিবি বোওয়াটার ইনক।
25. ভারতের ইস্পাত নগরী কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- জামশেদপুরকে।
26. USA -এর বৃহত্তম মোটরগাড়ি নিমান সংস্থার নাম নাম লেখো।
উত্তর:- জেনারেল মোটরস কর্পোরশেন।
27. জিওটেক ধরনের পাট প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর:- ভূমিক্ষয় নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে।
28. কে সর্বপ্রথম আইসোডাপেনের ধারণা দিয়েছিলেন?
উত্তর:- আলফ্রেড ওয়েবার।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF