সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জনসংখ্যা | Population Related Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জনসংখ্যা | Population Related Questions Answers in Bengali ।
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জনসংখ্যা | Population Related Questions Answers in Bengali
1. ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম লেখো।
উত্তর:- অরুণাচল প্রদেশ
2. ভারতের সর্বাধিক সাক্ষরতার হার যুক্ত রাজ্যটির নাম লেখো।
উত্তর:- কেরালা 93.91%
3. ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার যুক্ত রাজ্যটির নাম লেখো।
উত্তর:- বিহার (63.8%)
4. পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশটির নাম লেখো।
উত্তর:- চিন
5. কোনো রাষ্ট্রের জন্মহার ও মৃত্যুহার সমান হলে জনসংখ্যা কেমন হয়?
উত্তর:- স্থিতিশীল থাকে
6. উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা পিরামিডের আকৃতি কীরূপ হয়?
উত্তর:- তীক্ষ্ণ শীর্ষদেশযুক্ত সমবাহু ত্রিভুজের মতো হয়
7. ভারতের একমাত্র কোন রাজ্যে পুরুষের চেয়ে নারীর পরিসংখ্যান বেশি?
উত্তর:- মধ্যপ্রদেশে
8. উন্নত দেশের জনসংখ্যার পিরামিডের আকৃতি কীরূপ হয়?
উত্তর:- ভূমি সংকীর্ণ ও মধ্যাংশে স্ফীত হয়।
9. পরিব্রাজন -সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম কে দিয়েছিলেন?
উত্তর:- র্যাভেনস্টাইন
10. ‘করবেশন’ কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
উত্তর:- প্যাট্রিক গেডেস
11. ভারতের কোন রাজ্যে পৌর জনসংখ্যা বেশি?
উত্তর:- মহারাষ্ট্র
12. ভারতের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যা বেশি?
উত্তর:- উত্তরপ্রদেশ
13. ভারতে জনসংখ্যা অনুসারে বৃহত্তম রাজ্যটির নাম লেখো।
উত্তর:- উত্তরপ্রদেশ
14. পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশটির নাম লেখো।
উত্তর:- বাংলাদেশ
15. ‘জনবিবর্তন মডেল’ -এর প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- থম্পসন
16. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা কত ছিল?
উত্তর:- 121.02 কোটি
17. ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতে মোট মহানগরের সংখ্যা কয়টি চিহ্নিত করা হয়েছে?
উত্তর:- 53
18. জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্বটি প্রথম কে দিয়েছিলেন?
উত্তর:- ওয়ার্নার
19. ভারতে জনসংখ্যা অনুসারে ক্ষুদ্রতম রাজ্যটির নাম লেখো।
উত্তর:- সিকিম
20. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম লেখো।
উত্তর:- বিহার 1129 জন
21. পরিব্রাজন বলতে কি বোঝো?
ans.স্থায়ী বা সাময়িকভাবে কোনো নতুন স্থানে বসবাস করার উদ্দেশ্যে ভৌগোলিক সীমারেখা দ্বারা নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে বাসস্থান পরিবর্তনকে বলা হয়ে থাকে পরিব্রাজন।
22. ব্রেন গেন ও ব্রেন ড্রেন বলতে কি বোঝো?
উত্তর:- আন্তর্জাতিক পরিব্রাজনের ক্ষেত্রে স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষরা উন্নত দেশগুলিতে গমন করে, এই ঘটনাকে উন্নত দেশের ক্ষেত্রে ব্রেন গেন বলে এবং স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে একে ব্রেন ড্রেন বলা হয়ে থাকে।
23. ঋতুভিত্তিক পরিব্রাজন বলতে কি বোঝো?
উত্তর:- ঋতু পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ বিশেষ করে পশুপালক যাযাবরদের মধ্যে যে পরিব্রাজন লক্ষ করা যায়, তাকে বলা হয়ে থাকে ঋতুভিত্তিক পরিব্রাজন।
24. বয়স-লিঙ্গ পিরামিড বলতে কি বোঝো?
উত্তর:- কোনো একটি দেশের জনসংখ্যাকে পিরামিডের ন্যায় যে চিত্রের মাধ্যমে বয়স ও স্ত্রী-পুরুষ ভেদে প্রকাশ করা হয়ে থাকে তাকে, বয়স-লিঙ্গ পিরামিড বলা হয়ে থাকে।
25. জনসংখ্যা পিরামিডের গুরুত্ব উল্লেখ করো।
উত্তর:- কোনো একটি দেশের সামাজিক, অর্থনৈতিক, জন্ম-মৃত্যুহার, জনশক্তির পরিমাণ, কর্মদক্ষতা, কর্মক্ষম জনসংখ্যা, জনস্বাস্থ্য, পরনির্ভর জনসংখ্যার ইত্যাদি সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় জনসংখ্যা পিরামিড থেকে।
26. ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধির কারণ উল্লেখ করো।
উত্তর:- 1901 – 2011 সালের মধ্যে ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণগুলি হলো- মূলত উচ্চ জন্মহার ও স্বল্প মৃত্যুহার, চিকিৎসাবিজ্ঞানের উন্নতি, বাল্য বিবাহ, প্রচুর পরিমানে শরণার্থীর আগমন, মহামারি নিবারণ, কুসংস্কার, প্রযুক্তিবিদ্যায় উন্নতি ইত্যাদি।
27. Push & Pull Factors বলতে কি বোঝো?
উত্তর:- যে উপাদানগুলির প্রতি বিকর্ষিত হয়ে মানুষ একটি স্থান ছেড়ে অন্য স্থানে চলে যায় সেই উপাদানগুলিকে Push factor বলা হয় এবং যে উপাদানগুলির দ্বারা আকর্ষিত হয়ে মানুষ অন্য কোনো স্থান বা অঞ্চলে পরিব্রাজন করে, তাকে Pull factor বলা হয়ে থাকে।
28. কত সালে ভারতে প্রথম সেন্সাস শুরু হয়েছিল?
উত্তর:- 1872 সালে।
29. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার প্রায় কত শতাংশ?
উত্তর:- 74.04%।
30. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগরটির নাম লেখো?
উত্তর:- মুম্বাই।
31. ভারতীয় পৌর জনবসতির ন্যূনতম জনসংখ্যা কত তা লেখো?
উত্তর:- 5000 জন। (মহানগরের—10 লক্ষের বেশি।)।
32. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের মেট্রোপলিসের সংখ্যা কতগুলি তা লেখো?
উত্তর:- 53টি।
33. ভারতের কোন রাজ্যেটিতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম তা লেখো?
উত্তর:- কেরালায়।
34. ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্যে সর্বাধিক ও সর্বনিম্ন জনঘনত্ব লক্ষ্য করা যায়?
উত্তর:- সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য — দিল্লি (11297 জনবর্গকিমি) এবং সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য —আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46 জনবর্গকিমি)।
35. জনঘনত্ব কাকে বলতে কি বোঝো?
উত্তর:- জনঘনত্ব বলতে বোঝায় সাধারণত কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই দেশ অঞ্চলের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে জনঘনত্ব বলা হয়ে থাকে।
36. মানুষ-জমির অনুপাত বলতে কি বোঝো?
উত্তর:- কোনো দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই দেশের বা অঞ্চলের মোট কার্যকরী জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে বলা হয়ে থাকে মানুষ-জমির অনুপাত।
37. স্বল্প জনসংখ্যা বলতে কি বোঝো?
উত্তর:- কোনো একটি দেশের জনসংখ্যা যদি সেই দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় খুব কম হয়, তখন সেই জনসংখ্যাকে স্বল্প জনসংখ্যা বলা হয়ে থাকে।
38. অত্যধিক জনসংখ্যা বলতে কি বোঝো?
উত্তর:- কোনো একটি দেশের জনসংখ্যা যদি সেই দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় বেশি হয়, তখন সেই জনসংখ্যাকে অত্যধিক জনসংখ্যা বলা হয়ে থাকে।
39. কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো?
উত্তর:- কোনো একটি রাষ্ট্রের মোট প্রাকৃতিক সম্পদের পরিপ্রেক্ষিতে যত সংখ্যক মানুষের ভরণপোষণ সম্ভব, সেই জনসংখ্যার মানকে বলা হয়ে থাকে কাম্য জনসংখ্যা।
40. জন্মহার বলতে কি বোঝো?
উত্তর:- কোনো একটি দেশে প্রতি হাজার জন মানুষ পিছু যতজন জীবন্ত শিশুর জন্ম হয়, তাকে ঐ দেশের জন্মহার বা স্থূল জন্মহার বলা হয়ে থাকে।
41. মৃত্যুহার বলতে কি বোঝো?
উত্তর:- প্রতি বছর কোনো দেশে প্রতি হাজারে যতজন মানুষ মারা যায়, তাকে ঐ দেশের মৃত্যুহার বলা হয়ে থাকে।
42. জন অভিক্ষেপ বলতে কি বোঝো?
উত্তর:- বিগত বছরগুলির জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যানকে পর্যালোচনার দ্বারা বিশ্বের জনসংখ্যা বাড়তে বাড়তে কোন স্থানে গিয়ে দাঁড়াবে তার পূর্বাভাস দেওয়াকেই বলা হয়ে থাকে জন অভিক্ষেপ।
43. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম লেখো।
উত্তর:- উত্তরপ্রদেশ।
44. 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি নাম লেখো?
উত্তর:- বিহার (1102 জনবর্গকিমি) পশ্চিমবঙ্গ দ্বিতীয় (1029 জনবর্গকিমি)।
45. 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম লেখো?
উত্তর:- অরুণাচল প্রদেশ (17 জনবর্গকিমি)।
46. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যটিতে জনসংখ্যার পরিমাণ সর্বনিম্ন?
উত্তর:- সিকিম।
47. 2011 সালের সেন্সাস অনুসারে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যটির নাম লেখো।
উত্তর:- রাজস্থান (গোয়া ক্ষুদ্রতম)।
48. 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের জনঘনত্ব কত তা লেখো?
উত্তর:- 382 জনবর্গকিমি।
49. কোন দশকে ভারতে জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক অবস্থায় ছিল?
উত্তর:- 1911 – 1921।
50. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
উত্তর:- কেরালায় (93.91%)। সর্বনিম্ন বিহার (63.82%)।
51. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কি বোঝো?
উত্তর:- যেসমস্ত দেশে জন্মহারের তুলনায় মৃত্যুহার বেশি সেইসব দেশে জনসংখ্যা বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পায়, একেই জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলা হয়ে থাকে।
52. প্রামাণ্য জন্মহার বলতে কি বোঝো?
উত্তর:- কোনো একটি দেশের বিভিন্ন বয়সের অন্তর্ভুক্ত নারীরা প্রতি বছর সম্ভাব্য যতজন শিশুর জন্ম দেয় সেই সংখ্যাকে ঐ অঞলের সমস্ত জনসংখ্যা দিয়ে ভাগ করলে এবং ঐ ভাগফলকে 1000 দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়, তাকে প্রামাণ্য জন্মহার বলা হয়ে থাকে।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF