সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "আফ্রিকা" | Madhamik Bengali Questions Answers Africa . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "আফ্রিকা" | Madhamik Bengali Questions Answers Africa ।
মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "আফ্রিকা" | Madhamik Bengali Questions Answers Africa
1. "নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত" - নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল কে?
উত্তর:- বিধাতা
2. আফ্রিকা কেমন ভাবে ভীষণকে বিদ্রুপ করছিল?
উত্তর:- বিরূপের ছদ্মবেশে
3. "হাই ছায়াবৃতা", - এখানে ছায়াবৃতা কাকে বলা হয়েছে?
উত্তর:- আফ্রিকাকে
4. "উপেক্ষার আবিল দৃষ্টিতে" - কার্ প্রতি উপেক্ষার কথা এখানে বলা হয়েছে?
উত্তর:- আফ্রিকার প্রতি
5. সভ্যের লোভের প্রকৃতি কীরকম?
উত্তর:- বর্বর
6. সমুদ্র পারে সেই মুহূর্তে কোন স্থানে পূজার ঘন্টি বাজানো হচ্ছিল?
উত্তর:- মন্দিরে
7. 'সুন্দরের আরাধনা' বেজে উঠেছিল কীসের মধ্যে?
উত্তর:- কবির সংগীতে
8. "প্রদোষকাল ঝঞ্জাবাতাসে রুদ্ধশ্বাস" - 'প্রদোষকাল' বলতে এখানে কোন সময়ের কথা বলা হয়েছে?
উত্তর:- সন্ধ্যেবেলা
9. কবি যুগান্তরের কবিকে দাঁড়াতে বলেছিলেন কোথায়?
উত্তর:- মানহার মানবীর দ্বারে
10. "সেই হোক তোমার সভ্যতার শেষ" - কী শেষ হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর:- পুণ্য বাণী
11. "যুগান্তরের কবি বলেছেন" - যুগান্তরের কবি কী বলেছেন?
উত্তর:- "ক্ষমা করো"
12. আফ্রিকা কবিতার প্রধান উৎস গ্রন্থটি উল্লেখ করো?
উত্তর:- আফ্রিকা কবিতাটির প্রধান উৎস হলো বিশ্বভারতী প্রকাশিত 'সঞ্চয়িতা' গ্রন্থ।
13 "ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে" - 'তোমাকে' বলতে এখানে কাকে বোঝেনা হয়েছে?
উত্তর:- এখানে অন্ধকারাচ্ছন্ন আফ্রিকার কথা বোঝেনা হয়েছে।
14. "কৃপণ আলোর অন্তঃপুরে"। - এখানে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও।
উত্তর:- নিবিড় অরণ্য ভরা আফ্রিকার মহাদেশের ঘন অন্ধকারাচ্ছন্নতা আর তথাকথিত সভ্যতার আলোকহীনতাকে একাধারে কৃপণ আলোর অন্তঃপুর বলে বর্ণনা দেওয়া হয়েছে হয়েছে।
15. "বিদ্রুপ করে ছিল ভীষণকে" - এখানে কে ভীষণকে বিদ্রুপ করার কথা বলা হয়েছে?
উত্তর:- নবগঠিত আফ্রিকা
16. "নগ্ন করল আপুর নির্লজ্জ অমানুষতা"। - এখানে কার নির্লজ্জ অমানুষতা প্রকাশিত হয়েছে?
উত্তর:- বিশ্বের সাম্রাজ্যবাদী শোষক রাষ্ট্রগুলির নির্লজ্জের অমানুষতা প্রকাশের কথাই বলা হয়েছে।
17. "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে"। - ইতিহাসকে কিভাবে অপমানিত হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর:- আফ্রিকার ইতিহাস ইউরোপীয় উপনিবেশিকদের বর্বোরোচিত আক্রমণে, নির্লজ্জ উৎপীড়নে চিরকালীন অপমানিত হওয়ার কথাই বলা হয়েছে।
18. কোথা থেকে পশুরা বেরিয়ে এসেছিল?
উত্তর:- সাম্রাজ্যবাদী পশুরা আদিম, হিংসা, লোভ নিয়ে গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসার কথাই বলা হয়েছে।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF