মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অসুখী একজন" | Madhamik Bengali Questions Answers Asukhi Ekajana

 

মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অসুখী একজন" | Madhamik Bengali Questions Answers Asukhi Ekajana
মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অসুখী একজন" | Madhamik Bengali Questions Answers Asukhi Ekajana

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অসুখী একজন" | Madhamik Bengali Questions Answers Asukhi Ekajana . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অসুখী একজন" | Madhamik Bengali Questions Answers Asukhi Ekajana।




মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অসুখী একজন" | Madhamik Bengali Questions Answers Asukhi Ekajana             

1. "আমি তাকে ছেড়ে দিলাম" - তাকে কোথায় ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে?


উত্তর:- অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়


2. কবি পাবলো নেরুদার জন্মস্থান কোথায় ছিল? 


উত্তর:- চিলি


3. “সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না”। - এখানে ‘সে’ বলতে কাকে বোঝানো হয়েছে?


উত্তর:- একটি মেয়ে


4. পাবলো নেরুদার প্রকৃত নাম কী ছিল?


উত্তর:- নেফতালি রিকার্দো রেইয়েস বাসোয়ালতো


5. "বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ" - বৃষ্টিতে কখন বক্তার পায়ের দাগ ধুয়ে দিয়েছিল?


উত্তর:- বক্তার গৃহত্যাগের এক বছর পর


6. “তারপর যুদ্ধ এলো” - কীসের মতো যুদ্ধ এসেছিল?


উত্তর:- রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত


7. “সেই মেয়েটির মৃত্যু হল না”। - এখানে কোন মেয়েটির মৃত্যু হওয়ার কথা বলা হয়েছে?


উত্তর:- কথকের জন্য অপেক্ষারত মেয়েটি


8. “শিশু আর বাড়িরা খুন হলো”। - এখানে তাদের খুন হওয়ার কারণ কী ছিল?


উত্তর:- যুদ্ধ


9. “যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে”। - এখানে কাদের হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকার কথা বলা হয়েছে?


উত্তর:- শান্তহলুদ দেবতারা


10. “রক্তের একটা কালো দাগ”। - দাগটা কালোরঙের ছিল কেন?


উত্তর:- রক্তপাতের পর বহু সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে


11. পাবলো নেরুদা কত সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিল?


উত্তর:- ১৯৭১ সালে নোবেল পুরস্কার পেয়েছিল।


12. “আমি তাকে ছেড়ে দিলাম”। - বক্তার কাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে?


উত্তর:- বক্তা তার প্রিয়তমাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।


13. "একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান" - এখানে কোন সময়ের কথা উল্লিখিত হয়েছে?


উত্তর:- যুদ্ধ পূর্ববর্তী কালে বক্তার গৃহ ত্যাগের সময়ের কথা উল্লিখিত হয়েছে।


14. "তারপর যুদ্ধ এল" - বক্তা এখানে কোন্‌ যুদ্ধের কথা বলেছেন?


উত্তর:- স্পেনের গৃহযুদ্ধের কথা বলেছেন।


15. "সমস্ত সমতলে ধরে গেল আগুন" - আগুন ধরার কারণ কী ছিল?


উত্তর:- স্পেনে যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধের তাণ্ডবে সমস্ত সমতলে আগুন ধরে যাওয়ার কথাই বলা হয়েছে এখানে।


16. "উল্টে পড়লো মন্দির থেকে" - এখানে কাদের উল্টে পড়ার কথা বলেছেন?


উত্তর:- হাজার বছর ধরে ধ্যানেমগ্ন শান্ত হলুদ দেবতাদের উল্টে পড়ার কথা বলেছেন।


17. "সেখানে ছড়িয়ে রইল কাঠ-কয়লা" - কোথায় কাঠ-কয়লা ছড়িয়ে পড়ার কথা বলেছেন?


উত্তর:- যেখানে যুদ্ধের পূর্বে বড় শহর ছিল সেখানে যুদ্ধের পর কাঠ-কয়লা ছড়িয়ে পড়ার কথা বলেছেন।


আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post