সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "নদীর বিদ্রোহ" | Madhamik Bengali Questions Answers Nadir Bidroha . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "নদীর বিদ্রোহ" | Madhamik Bengali Questions Answers Nadir Bidroha।
মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "নদীর বিদ্রোহ" | Madhamik Bengali Questions Answers Nadir Bidroha
1. "আর বৃষ্টি হবে না, কি বল?" - এই কথাটি কে বলেছিল?
উত্তর:- নদেরচাঁদ
2. নদের চাঁদ লাইন ধরে কোন দিকে হাঁটতে শুরু করেছিল?
উত্তর:- নদীর উপরের ব্রীজের দিকে
3. "ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল" - এখানে কার কথা বলা হয়েছে?
উত্তর:- নদের চাঁদ
4. "এমন ভাবে পাগলা হওয়া কি তার সাজে?" - কি কারণের জন্য নদের চাঁদ পাগলা হয়েছিল?
উত্তর:- নদীর জন্য
5. নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল, তার কেঁদে ফেলার কারণ কী ছিল?
উত্তর:- তার প্রিয় নদীটি শুকিয়ে যাচ্ছিল
6. নদের চাঁদ ব্রিজের মাঝামাঝি কোন স্থানে বসেছিল?
উত্তর:- ধারক স্তম্ভের শেষ প্রান্তে
7. "নদের চাঁদের ভারী আমোধ বোধ হইতে লাগিল" - আমোধ বোধ হওয়ার কারণ কি ছিল?
উত্তর:- তার ইচ্ছে করলেই যেকোনো সময় হাত বাড়িয়ে নদীর জল স্পর্শ করতে পারবে বলে
8. নদের চাঁদ নদীর স্রোতে কী ভাসিয়ে দিয়েছিল?
উত্তর:- একটি পুরনো চিঠি
9. একটি বেদনাদায়ক চেতনা নদের চাঁদকে কি করে দিয়েছিল?
উত্তর:- দিশেহারা করে দিয়েছিল।
10. "নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।" - নদীর বিদ্রোহের কারণ বুঝিয়ে দাও।
উত্তর:- লোহা ইট কাঠ কংক্রিট এর বন্ধন
11. "আমি চললাম হে!" - কে, কাকে চলে যাওয়ায় কথা বলেছিল?
উত্তর:- নদের চাঁদ তার সহকারীকে চলে যাওয়ায় কথা বলেছিল।
12. স্টেশন থেকে নদীর ব্রিজের দূরত্ব লেখো?
উত্তর:- : এক মাইল
13. নদের চাঁদের কত দিন নদীকে দেখেনি?
উত্তর:- পাঁচ দিন
14. "না দেখিলে সে বাঁচিবে না।" - কার, কি না দেখার কথা বলা হয়েছে?
উত্তর:- নদীকে না দেখলে নদের চাঁদ বাঁচবেনা।
15. "সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল।" - কে, কি কারণ বশত কেঁদেছিল?
উত্তর:- ছোট বেলায় একবার অনাবৃষ্টির জন্য নদীর জল শুকিয়ে গিয়েছিল বলে নদের চাঁদ কেঁদেছিল।
16. "আজ যেন সেই নদী ক্ষেপিয়া গিয়াছি" - নদীর ক্ষেপে যাওয়ার কারন উল্লেখ করো?
উত্তর:- পাঁচদিন অনবরত বৃষ্টি হওয়ার জন্য নদীর জল ফুলে-ফেঁপে উঠেছিল যাকে নদীর ক্ষেপে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে।
17. "আজও সে সেই খানে গিয়া বসিল।" - কে, কোথায় গিয়ে বসেছিল?
উত্তর:- রেল স্টেশন থেকে এক মাইল দূরে একটি নদীর ব্রীজের মাঝামাঝি স্থানে একটা ধারক স্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসেছিল।
18. "লোভটা সামলাইতে পারিল না" - এখানে কোন লোভ না সামলানোর কথা বলা হয়েছে?
উত্তর:- নদীর জলের সঙ্গে খেলা করার লোভকে নদের চাঁদ না সামলানোর কথা বলেছেন।
19. নদের চাঁদ প্রায় কত বছর স্টেশনমাস্টারের দায়িত্ব পালন করেছিল?
উত্তর:- চার বছর
20. কোন ট্রেনটি নদের চাঁদ কে একেবারে পিষে দিয়ে চলে গিয়েছিল?
উত্তর:- সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF