মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অদল বদল" | Madhamik Bengali Questions Answers Adal Badal

 

মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অদল বদল" | Madhamik Bengali Questions Answers Adal Badal
মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অদল বদল" | Madhamik Bengali Questions Answers Adal Badal

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অদল বদল" | Madhamik Bengali Questions Answers Adal Badal . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অদল বদল" | Madhamik Bengali Questions Answers Adal Badal।




মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "অদল বদল" | Madhamik Bengali Questions Answers Adal Badal             

1. পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন?


উত্তর:- গুজরাটি


2. "সবদিক থেকেই একরকম।" - এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে?


উত্তর:- জামার রং, মাপ, কাপড়


3. "দুই বন্ধুতে মিলে শানবাঁধানো ফুটপাতে এসে বসতে...।" - এখানে দুই বন্ধু বলতে কে কে?


উত্তর:- অমৃত ও ইসাব


4. "অমৃতের এত জোর দিয়ে বলার কারণ ছিল।" - বলার কারণটি লেখো।


উত্তর:- জামা নোংরা করার ব্যাপারে তার মায়ের সাবধানবাণী


5. "এসো আমরা কুস্তি লড়ি।" - এখানে কথাটি কে বলেছিল?


উত্তর:- কালিয়া


6. "হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল" - অমৃতের মাথায় কী বুদ্ধি খেলেছিল?


উত্তর:- জামা অদল বদল করা


7. "কিছুটা যেতেই অমৃতের নজরে এলো...।" - অমৃতের কী নজরে এসেছিল?


উত্তর:- ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গিয়েছিল


8. "তোরা অদল-বদল করেছিস, হুম।" -এখানে বক্তা এই কথাটি কী উদ্দেশ্যে বলেছেন?


উত্তর:- তাদের আনন্দকে মাটি করে দেওয়ার জন্য


9. ইসাবের বাবা অমৃতের মা -কে ডাকে - কী বলে ডেকেছিল?


উত্তর:- বাহালি বৌদি বলে


10. "ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।"- এখানে 'ও' বলতে কাকে বোঝানো হয়েছে?


উত্তর:- অমৃত


11. "সব দিক থেকেই একরকম।" - এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে?


উত্তর:- ইসাব আর অমৃতের গায়ের জামার রং, মাপ ও কাপড় সব দিক থেকেই একরকম ছিল।


12. "বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে..."- এখানে কোন তফাতটার কথা বলা হয়েছে?


উত্তর:- অমৃতের পরিবারে ছিল তার বাবা-মা আর তিন ভাই কিন্তু ইসাবের ছিল শুধু বাবা।


13. "তাহলে মা আমাকে ঠ্যাঙ্গাবে ।" -অমৃতের এই কথা মনে হয়েছিল কে?


উত্তর:- জামা ময়লা করলে বা ছিঁড়লে যে মায়ের কাছ থেকে ঠ্যাঙানি খেতে হবে সেই কথাই অমৃতের মনে হয়েছিল।


14. "অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।"- 'এতেও' বলতে এখানে কী বুঝিয়েছেন?


উত্তর:- নতুন জামা নেওয়ার ব্যাপারে বাবার হাতে অমৃতের মার খাওয়ার কথাই এখানে বুঝিয়েছেন।


15. "আমি কুস্তি লড়তে চাই না,"- কে, কী কারণে কুস্তি লরতে রাজি হয়নি?


উত্তর:- অমৃত কুস্তি লড়তে রাজি হয়নি মূলত দুটি কারণে- প্রথমত, তার নতুন জামা নষ্ট হয়ে যাওয়ার কথা ভেবে এবং দ্বিতীয়ত, ইসাব ছিল তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।


16. "ইসাবের মেজাজ চড়ে গেল।" - ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন?


উত্তর:- কালিয়া অমৃতকে কুস্তির নাম করে মাটিতে ছুড়ে ফেলে দিয়েছিল, তা দেখেই ইসাবের মেজাজ চড়ে যায়।


17. "ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে" - কোন্‌ ব্যাপারটিকে 'ঘোরালো' বলে বুঝিয়েছেন?


উত্তর:- অমৃতের মার খাওয়ার বদলা নেওয়ার জন্য ইসাবের কালিয়াকে মাটিতে ফেলে দেওয়ার ব্যাপারটাকে ঘোরালো বলা হয়েছে।


18. "এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন।" - কোন সময় ইসাবের বাবার ডাক শোনার কথা বলা হয়েছে?


উত্তর:- ইসাব ও অমৃত যখন ভয়ে তাদের জামার কতটা, কি ছিঁড়েছে তা পরীক্ষা করছিল, ঠিক সেই সময় তারা ইসাবের বাবার ডাক শুনতে পেয়েছিল।


19. "আমার সঙ্গে আয়" - কে, কাকে আসার কথা বলেছে?


উত্তর:- ইসাব ও অমৃত দুজনে পরস্পর জামা অদলবদল করার জন্য অমৃত ইসাবকে তার সঙ্গে আসতে বলেছিল।


20. "উনি ভুরু কুঁচকোলেন।" - কার ভুরু কুঁচকোনোর কথা এখানে বলা হয়েছে?


উত্তর:- অমৃতের মায়ের অমৃতের ছেঁড়া জামা দেখে ভুরু কুঁচকোনোর কথা বলা হয়েছে।


21. "তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগল।" - কারা এবং কেন ছুটে পালায়েছিল?


উত্তর:- ইসাব ও অমৃত তারা দুজনেই আশঙ্কা করেছিল যে, তাদের দুজনের জামা অদলবদল করার ব্যাপারটা তাদের বাবা হয়তো বুঝতে পেরে যাবেন।


22. "ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।" - এখানে বক্তা 'খাঁটি জিনিস' বলতে কোন জিনিসকে বুঝিয়েছেন?


উত্তর:- এখানে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতিকে 'খাঁটি জিনিস' বলা হয়েছে।


আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post