সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "হারিয়ে যাওয়া কালি কলম" | Madhamik Bengali Questions Answers Hariye Yaoya Kali Kalam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "হারিয়ে যাওয়া কালি কলম" | Madhamik Bengali Questions Answers Hariye Yaoya Kali Kalam।
মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "হারিয়ে যাওয়া কালি কলম" | Madhamik Bengali Questions Answers Hariye Yaoya Kali Kalam
1. "সবাই এখানে লেখক"। - 'এখানে' বলতে কী কথা বলা হয়েছে?
উত্তর:- সংবাদপত্রের আপিসকে
2. "কিন্তু আমি ছাড়া কারও হাতে কলম নেই"। - এখানে 'আমি' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:- শ্রীপান্থ
3. "আমরা কলম তৈরি করতাম" লেখক কি দিয়ে কলম তৈরি করেছিলেন?
উত্তর:- রোগা বাঁশের কঞ্চি দিয়ে
4. "বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল"। - এখানে কী ফেলে দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর:- হোম টাস্ক করা কলাপাতার
5. "তিন ত্রিফলা সিমুল ছালা"। - এখানে 'ত্রিফলা' বলতে কোন ফল গুলিকে বোঝানো হয়েছে?
উত্তর:- আমলকী, হরীতকী ও বয়ড়া
6. "আমরা এত কিছু আয়োজন কোথায় পাব"। - এখানে কোন্ বিষয়ের জন্য আয়োজনের কথা বলা হয়েছে?
উত্তর:- কালি তৈরির
7. "এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বইকী"! - এখানে কী হাত ছাড়া হওয়ার কথা বলেছেন?
উত্তর:- বাঁশের কঞ্চির কলম
8. "আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম", - এখানে কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে?
উত্তর:- জুলিয়াস সিজার
9. "তার ইংরেজি নাম 'কুইল'।" - এখানে কোন জিনিসের ইংরেজি নাম হলো- কুইল?
উত্তর:- পালকের কলমের
10. "উইলিয়াম জোন্স কিংবা কেরী সাহেবের স-মুনশি ছবিতে দেখা যায় যার সামনে ..." - ছবিতে কি দেখা যায়?
উত্তর:- আদির দোয়াতে গোঁজা পালকের কলম দেখা যায়।
11. কলমের দুনিয়ায় সত্তিকারের বিপ্লব ঘটাই - কোন জিনিসটির কথা এখানে বলা হয়েছে?
উত্তর:- ফাউন্টেন পেন
12. ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছিলেন?
উত্তর:- লুইস এডসন ওয়াটারম্যান
13. "আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরে ছিলাম"। - কোন জিনিসটিকে 'জাদু পাইলট' বলা হয়েছে?
উত্তর:- জাপানি ফাউন্টেন পেন
14. "এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে"। - লেখক শরৎদার কাছ থেকে কিসের নেশা পাওয়ার কথা বলেছেন?
উত্তর:- ফাউন্টেন পেন সংগ্রহের নেশা
15. "সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি"। - এখানে কীসের কথা বলা হয়েছে?
উত্তর:- কলমের নিব
16. "কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে"। - 'তাদের' বলতে কাদের কথা বলা হয়েছে?
উত্তর:- কলম গুলিকে
17. 'ক্যালিগ্রাফিস্ট' - এর বাংলা কথাটি লেখো।
উত্তর:- লিপি কুশলী
18. "বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত"। - এখানে কোন্ সময়ের কথা বলা হয়েছে?
উত্তর:- উনিশ শতকের কথা।
19. "প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ"। - এখানে কোন বোতামের কথা উল্লিখিত হয়েছে?
উত্তর:- কম্পিউটার কিবোর্ড এর কথা উল্লিখিত হয়েছে।
20. "তাই কেটে কাগজের মত সাইজ করে নিয়ে আমরা তাতে 'হোম টাস্ক' করতাম"। - হোম টাস্ক করার জন্য কি ব্যবহার করার কথা এখানে বলা হয়েছে?
উত্তর:- সাইজ মতো কলাপাতা কেটে।
21. 'ক' অক্ষর গোমাংস বলতে এখানে কী বুঝিয়েছেন?
উত্তর:- অক্ষরজ্ঞানহীনতাকে বোঝানো হয়েছে।
22. "লাউপাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো"। - এখানে কীসের কথা বলা হয়েছে?
উত্তর:- উনানে রান্না করা হাঁড়ির কালিকেই এখানে বোঝানো হয়েছে।
23. সরস্বতী পুজোর সময় কোন্ কলম ব্যবহার করার কথা এখানে বলা হয়েছে?
উত্তর:- খাগের কলম।
24. "কিন্তু সে সব ফাঁকি মাত্র"। - এখানে লেখক কোন্ বিষয়ের কথা বলেছেন?
উত্তর:- সেইসময় কোন কোন অফিসের টেবিলের ওপর সাজানো থাকত দোয়াত-কলম সেগুলি আসলে ছদ্মবেশী বলপেন।
25. "জন্ম নিল ফাউন্টেন পেন"। - ফাউন্টেন পেনের উদ্ভাবন কিভাবে হয়েছিল?
উত্তর:- একজন ব্যবসায়ীর সঙ্গে ওয়াটারম্যান যখন চুক্তিপত্রে স্বাক্ষর করছিলেন, তখন কালির দোয়াত উল্টে গিয়ে চুক্তিপত্র বাতিল হয়ে গিয়েছিল। এরপরই ওয়াটারম্যান দোয়াত কলমের বিকল্প হিসাবে ফাউন্টেন পেনের উদ্ভাবন করেন।
26. 'দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা"। - কোন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর:- কলকাতার কলেজস্ট্রিটের একটি নামী দোকান থেকে ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার কথাই এখানে বলা হয়েছে।
27. "ফাউন্টেন পেনের এক বিপদ.."। - কোন বিপদের কথা বলা হয়েছে?
উত্তর:- ফাউন্টেন পেনে লেখার সৌন্দর্যের নেশাগ্রস্ত হওয়ার বিপদকেই এখানে ইঙ্গিত করা হয়েছে।
28. "তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা, তবে তা-ই হোক"। - লেখকের এমন কথা বলার কারণ লেখো?
উত্তর:- বর্তমান কালে বাঁশের পেন এবং নিব পেন ছেড়ে দিয়ে অনিচ্ছা সত্ত্বেও লেখককে বল-পেনের সামনে আত্মসমর্পণ করতে হয়েছে। লেখক এই প্রসঙ্গেই এমন কথা বলেছেন।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF