সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরমাণুর নিউক্লিয়াস | Nucleus of Atom Chapter Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরমাণুর নিউক্লিয়াস | Nucleus of Atom Chapter Questions Answers ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরমাণুর নিউক্লিয়াস | Nucleus of Atom Chapter Questions Answers
1. পর্যায় সারণির অনুভূমিক সারিগুলিকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- পর্যায় সারণির অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলা হয়ে থাকে।
2. পর্যায়-সারণির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ক-টি করে মৌল অবস্থান করেছে?
উত্তর:- পর্যায়-সারণির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৪টি করে মৌল অবস্থান করেছে।
3. ‘নোবেল গ্যাস’ বা ‘নিস্ক্রিয় মৌলগুলি’ আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে কোন শ্রেণিতে স্থান পেয়েছে?
উত্তর:- নোবেল গ্যাস বা নিস্ক্রিয় মৌলগুলি পর্যায়-সারণিতে 18নং শ্রেণিতে স্থান পেয়েছে।
4. সোডিয়াম ও ক্লোরিন আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে কোন শ্রেণিতে স্থান পেয়েছে?
উত্তর:- সোডিয়াম 1 নং শ্রেণিতে এবং ক্লোরিন 18 নং শ্রেণিতে স্থান পেয়েছে।
5. কার্বন এবং ফসফরাস আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে কোন গ্রপে স্থান পেয়েছে?
উত্তর:- কার্বন 14নং গ্রুপে এবং ফসফরাস 15নং গ্রুপে স্থান পেয়েছে।
6. সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগের নাম উল্লেখ করো।
উত্তর:- অ্যাসিটিলিন।
7. মৌলের রাসায়নিক ধর্ম সাধারণত কীসের ওপর নির্ভর করে?
উত্তর:- মৌলের পারমাণবিক সংখ্যার ওপর।
8. S, E, CI, O, Br মৌলগুলির মধ্যে কোনগুলির মধ্যে রাসায়নিক ধর্মের মিল লক্ষ্য করা যায়?
উত্তর:- F, C, Br মৌলগুলির রাসায়নিক ধর্মের মিল লক্ষ্য করা যায়।
9. তীব্রতম তড়িৎ-ধনাত্মকধৰ্মী মৌলটির নাম লেখো?
উত্তর:- সিজিয়াম (Cs)।
10. Na এবং K-এর মধ্যে কোনটির ধাতব ধর্ম সবচেয়ে বেশি?
উত্তর:- K-এর ধাতব ধর্ম বেশি।
11. 1 নং শ্রেণির মৌলগুলির অক্সাইডের প্রকৃতি কীরূপ প্রকৃতির হয়?
উত্তর:- প্রথম শ্রেণির মৌলগুলির অক্সাইড তীব্র ক্ষারীয় প্রকৃতির হয়।
12. যোজ্যতা ইলেকট্রন পরমাণু কোথায় অবস্থান করে?
উত্তর:- সর্ববহিস্থ কক্ষে।
13. ধাতব ধর্মের উর্ধক্রম অনুযায়ী সাজাও– Br, F, CI, I
উত্তর:- F < CI>
14. পর্যায়-সারণিতে সবচেয়ে হালকা, বিজারণধর্মী গ্যাসটির নাম লেখো?
উত্তর:- হাইড্রোজেন।
15. কোন হ্যালোজেনের পারমাণবিক আকার সবচেয়ে ছোটো প্রকৃতির হয়?
উত্তর:- ফ্লুরিন।
16. দুটি ক্ষারধাতুর নাম উল্লেখ করো।
উত্তর:- লিথিয়াম ও সোডিয়াম।
17. দুটি মুদ্রাধাতুর নাম উল্লেখ করো।
উত্তর:- তামা ও রূপা।
18. তড়িৎ-ঋণাত্মকতার ক্রমানুযায়ী সাজাও : CI, B, F, I
উত্তর:- F > C > Br > l
19. মৌলের কোন ধর্ম পর্যায়গত হয় না?
উত্তর:- মৌলের তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম হয় না।
20. হিলিয়াম পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ক-টি ইলেকট্রন অবস্থান করে?
উত্তর:- 2টি।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF