মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পর্যায়-সারনি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | Periodic Table and Periodicity Elements Questions Answers

 

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পর্যায়-সারনি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | Periodic Table and Periodicity Elements Questions Answers
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পর্যায়-সারনি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | Periodic Table and Periodicity Elements Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পর্যায়-সারনি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | Periodic Table and Periodicity Elements Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পর্যায়-সারনি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | Periodic Table and Periodicity Elements Questions Answers ।




মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পর্যায়-সারনি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | Periodic Table and Periodicity Elements Questions Answers 

1. কোন্‌ বিজ্ঞানীকে ‘পর্যায়-সূত্রের জনক’ বলা হয়ে থাকে? 


উত্তর:- মেন্ডেলিফ


2. মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে কীসের ওপর?


উত্তর:- প্রোটন সংখ্যার ওপর


3. মেন্ডেলিফের আদি পর্যায়-সারনিতে কোন  মৌলগুলির অস্তিত্ব ছিল না?


উত্তর:- নিষ্ক্রিয় গ্যাস


4. সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল কোন টি?


উত্তর:- F


5. আধুনিক পর্যায়-সূত্রের ভিত্তিটি উল্লেখ করো। 


উত্তর:- পরমানু ক্রমাঙ্ক


6. একটি সন্ধিগত মৌলের উদাহরণ দাও।


উত্তর:- Ca


7. একটি হ্যালোজেন মৌলের উদাহরণ দাও।


উত্তর:- Br


8. পর্যায়-সারনির কোনো নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীয় বিভব ক্রমশ বাড়ে না কমে? 


উত্তর:- বাড়ে


9. কোন্‌ পর্যায়ের মৌলগুলি সব তেজস্ক্রিয় প্রকৃতির হয়?


উত্তর:- সপ্তম পর্যায়ের


10. একটি ক্ষারীয় মৃত্তিকার ধাতুর উদাহরণ দাও। 


উত্তর:- Mg


11. কোন্‌ মৌলটিকে মেন্ডেলিফ ‘দুষ্ট মৌল’ (Rogue element) বলে উল্লেখ করেছেন?


উত্তর:- হাইড্রোজেনকে


12. কোন্‌ ক্ষার ধাতুটি তেজস্ক্রিয় প্রকৃতির হয়?


উত্তর:- ফ্রান্সিয়াম


13. সবচেয়ে হালকা হ্যালোজেন মৌলটির নাম লেখো। 


উত্তর:- ফ্লুরিন


14. মেন্ডেলিফের ভবিষ্যদ্‌বানী অনুসারে পরবর্তিকালে আবিষ্কৃত হয়েছে এমন একটি মৌলের নাম উল্লেখ করো।


উত্তর:- জার্মেনিয়াম


15. Cl,F,l,Br এগুলিকে তড়িৎ-ঋনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও।


উত্তর:- F>Cl>Br>l

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post