মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | Current Flow and Chemical Reactions Questions Answers

 

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | Current Flow and Chemical Reactions Questions Answers
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | Current Flow and Chemical Reactions Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | Current Flow and Chemical Reactions Questions Answers  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | Current Flow and Chemical Reactions Questions Answers ।




মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | Current Flow and Chemical Reactions Questions Answers 

1. একটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থর উদাহরণ দাও।


উত্তর:- NH4OH এর জলীয় দ্রবন


2. একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরন দাও।


উত্তর:- HNO3


3. একটি অধাতব তড়িৎ পরিবাহীর উদাহরণ দাও। 


উত্তর:- গ্রাফাইট


4. রূপার অলংকারে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়ে থাকে?


উত্তর:- পটাশিয়াম অরোসায়ানাইড দ্রবন


5. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কোন অবস্থায়?


উত্তর:- কঠিন অবস্থায়, গলিত অবস্থায়, জলীয় দ্রবনে।


6. তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়ায় ক্যাথোডে কী ঘটে?


উত্তর:- বিজারন ঘটে


7.  তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো।


উত্তর:- ধাতব বস্তুকে আবহাওয়াজনিত ক্ষয় থেকে রক্ষা করা, ধাতব বস্তুর সৌন্দর্য

বৃদ্ধি করা, ধাতব বস্তুর ওজন বৃদ্ধি করা


8. কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়?


উত্তর:- ভোল্টামিটার


9. তড়িৎ বিশ্লেষনের ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো।


উত্তর:- তড়িৎলেপন, তড়িৎ-বিশোধন, ধাতু নিষ্কাশন।


10. অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎবিশ্লেষনে ক্যাথোড ও অ্যানোড উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত হয়ে থাকে? 


উত্তর:- 2:1


11. একটি তড়িৎ-অপরিবাহী অধাতব কঠিন মৌলের উদাহরন দাও।


উত্তর:- সালফার


12. ভোল্টামিটার কাকে বলতে কি বোঝো?


উত্তর:- তড়িৎ বিশ্লেষন করার যন্ত্রকে ভোল্টামিটার বলে।


13. ক্রায়োলাইট, ফ্লুওস্পার ও অ্যালুমিনার মিশ্রনের গলনাঙ্ক কত লেখো।


উত্তর:- 900°C


14. একটি তরল পদার্থের নাম লেখো যা তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎবিশ্লেষ্য নয়?


উত্তর:- পারদ


15. ইলেকট্রনীয় পরিবাহী পদার্থের উদাহরন দাও।


উত্তর:- তামা, নিকেল


16. একটি জৈব পদার্থের নাম করো যার জ্বলীয় দ্রবন তড়িতের পরিবাহী হয়।


উত্তর:- অ্যাসিটিক অ্যাসিড।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post