মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- অয়নীয় ও সমযোজী বন্ধন | Ionic and Covalent Bonds Questions Answers

 

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- অয়নীয় ও সমযোজী বন্ধন | Ionic and Covalent Bonds Questions Answers
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- অয়নীয় ও সমযোজী বন্ধন | Ionic and Covalent Bonds Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- অয়নীয় ও সমযোজী বন্ধন | Ionic and Covalent Bonds Questions Answers  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- অয়নীয় ও সমযোজী বন্ধন | Ionic and Covalent Bonds Questions Answers ।




মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- অয়নীয় ও সমযোজী বন্ধন | Ionic and Covalent Bonds Questions Answers 

1. একটি পদার্থের উদাহরন দাও যার কেলাসে সমযোজী বন্ধন বর্তমান থাকে।


উত্তর:- হীরের কেলাসে C-C সমযোজী বন্ধন বর্তমান থাকে।


2. নাইট্রোজেন অনুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন সংখ্যা কত হয়?


উত্তর:- 6


3. একটি পোলার দ্রাবকের উদাহরন দাও।


উত্তর:- জল


4. একটি সমযোজী দ্বি-বন্ধনযুক্ত যৌগের নাম লেখো।


উত্তর:- C2H4


5. আয়নীয় বন্ধনের ধারনা দিয়েছেন কোন বিজ্ঞানী?


উত্তর:- কোসেল


6. একটি সমযোজী ত্রি-বন্ধনযুক্ত যৌগের নাম লেখো।


উত্তর:- C2H2


7. সমযোজী বন্ধনের ধারনা দিয়েছেন কোন বিজ্ঞানী?


উত্তর:- লুইস


8. একটি আয়নীয় যৌগের নাম লেখো।


উত্তর:- MgCl2


9. যোজ্যতার ইলেকট্রনীয় তত্বের প্রবক্তার নাম লেখো। 


উত্তর:- লুইস ও কোসেল


10. X(Z=20), Y(Z=17) মৌল দুটি দ্বারা উৎপন্ন যৌগের সংকেতটি লেখো।


উত্তর:- XY2


11. নোব্‌ল গ্যাস মৌলগুলির অস্তিত্ব প্রথম কে আবিষ্কার করেছিলেন?


উত্তর:- র‍্যালে ও ব্যামজে


12. জল ও ইথানলের মধ্যে কোন্‌টি বেশি উদ্‌বায়ী পদার্থ?


উত্তর:- ইথানল


13. একটি অধ্রুবীয় দ্রাবকের নাম লেখো।


উত্তর:- বেঞ্জিন


14. একটি কঠিন অনুদ্‌বায়ী সমযোজী যৌগের নাম লেখো।


উত্তর:- চিনি


15. ড্যাশ (Dash) চিহ্নের সাহায্যে C2H2 অনুর সমযোজী বন্ধনগুলি লেখো।


উত্তর:- C2H2 অনু : H-C= C-H

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post