সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- ধাতুবিদ্যা | Metallurgy Related Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- ধাতুবিদ্যা | Metallurgy Related Questions Answers in Bengali ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- ধাতুবিদ্যা | Metallurgy Related Questions Answers in Bengali
1. লোহার খনিজ হলেও আকরিক নয় এমন একটি পদার্থের নাম লেখো।
উত্তর:- আয়রন পাইরাইটস্
2. বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটির নাম লেখো।
উত্তর:- ডুরালুমিন
3. বিশুদ্ধতম আয়রনটির নাম লেখো।
উত্তর:- রট্ আয়রন
4. পিতলে যে উপাদানটির শতকরা পরিমানে বেশি থাকে সেটি উল্লেখ করো।
উত্তর:- কপার
5. কোন্ আয়নের উপস্থিতিতে লোহায় মরচে পড়ার হার বৃদ্ধি পেয়ে থাকে?
উত্তর:- Cl-
6. ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদানটি লেখো।
উত্তর:- Al
7. গ্যালভানাইজ্ড আয়রন হল প্রকৃতপক্ষে কী ধরনের আয়রন?
উত্তর:- Zn প্রলিপ্ত আয়রন
8. কোন্ ধাতুটি সাধারন উষ্ণতায় ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করতে পারে?
উত্তর:- Fe
9. কোন্ ধাতুটিকে ‘আত্মরক্ষায় সমর্থ’ ধাতু বলা হয়ে থাকে?
উত্তর:- Al
10. লোহার মরিচা হল এক প্রকারের কী?
উত্তর:- সোদক ফেরিক অক্সাইড
11. ছাপার ব্লক তৈরিতে কোন্ ধাতু ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর:- জিংক
12. কোন্ ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতেই বর্তমান থাকে?
উত্তর:- তামা
13. স্টেইনলেস স্টিলের প্রধান উপাদানগুলি লেখো?
উত্তর:- আয়রন ( 73%), ক্রোমিয়াম (18%) ও নিকেল (9%)
14. লোহার ওপর মরচে পড়া এটি কোন ধরনের প্রক্রিয়া?
উত্তর:- তড়িৎ-রাসায়নিক প্রক্রিয়া
15. প্রাচীন ভারতে যে উন্নতমানের ইস্পাত প্রস্তুত করা হত তার নিদর্শন পাওয়া যায় কোথায়?
উত্তর:- বর্তমান দিল্লিতে গুপ্তযুগের লৌহস্তম্ভ।
16. অ্যালুমিনিয়াম ও টিনের মধ্যে কোন্টি সক্রিয়তা শ্রেনিতে অপেক্ষাকৃত অপরে অবস্থান করে?
উত্তর:- অ্যালুমিনিয়াম।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF