মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | Inorganic Chemistry and Chemical Industry Questions Answers

 

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | Inorganic Chemistry and Chemical Industry Questions Answers
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | Inorganic Chemistry and Chemical Industry Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | Inorganic Chemistry and Chemical Industry Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | Inorganic Chemistry and Chemical Industry Questions Answers।




মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | Inorganic Chemistry and Chemical Industry Questions Answers

1. পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে লঘু HCl সাধারনত ব্যবহার করা হয় না, এর কারণ কী? 


উত্তর:- HCl উদ্‌বায়ী


2. নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে কোন গ্যাস?


উত্তর:- NH3


3. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় N2 ও  H2 গ্যাসকে কোন আয়তন অনুপাতে মেশানো হয়ে থাকে?


উত্তর:- 1:3


4. লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত?


উত্তর:- 0.88


5. ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে কী ব্যবহৃত হয়ে থাকে?


উত্তর:- ইউরিয়া


6. কোল্ড স্টোরেজে হিমায়করূপে কোন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে?


উত্তর:- NH3


7. প্রকৃতিতে প্রাপ্ত কোন যৌগে N2 আবদ্ধ থাকে?


উত্তর:- চিলি সল্টপিটার


8. চোখের কর্নিয়া সংরক্ষনে কোন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে?


উত্তর:- N2


9. নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে কীরূপে?


উত্তর:- ধাতব নাইট্রট যৌগরূপে


10. অয়েল অব ভিট্রিয়ল নামে পরিচিত গ্যাসটির নাম লেখো।


উত্তর:- H2SO4


11. অ্যামোনিয়ার বাষ্পঘনত্ব কত লেখো?


উত্তর:- 8.5


12. ইউরিয়াতে শতকরা নাইট্রোজেনের পরিমান কত?


উত্তর:- 46%


13. পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে লঘু HCl ব্যবহার করলে কী অসুবিধা পাওয়া যায়?


উত্তর:- হাইড্রোক্লোরিক অ্যাসিড বাষ্পে মিশে যায়


14. উত্তপ্ত CuO এর উপর দিয়ে কোন্‌ গ্যাস চালনা করলে N2 গ্যাস উৎপন্ন হয়ে থাকে?


উত্তর:- NH3


15. ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিলিয়াম এর রাসায়নিক সংকেত লেখো।


উত্তর:- H2S2O7


16. ফেরিক লবনের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয়ে থাকে?


উত্তর:- বাদামি বর্ণের।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post