সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- জৈব রসায়ন | Organic Chemistry Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- জৈব রসায়ন | Organic Chemistry Questions Answers in Bengali।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- জৈব রসায়ন | Organic Chemistry Questions Answers in Bengali
1. একই সমগনীয় শ্রেণির পরপর দুটি সমগনের মধ্যে আনবিক ভরের পার্থক্য কত হয়?
উত্তর:- 14
2. কোন্টি সম্পৃক্ত হাইড্রোকার্বন এর উদাহরণ নয়?
উত্তর:- C2H4
3. সরলতম অ্যালকেনটির নাম লেখো।
উত্তর:- মিথেন
4. মিথেন অনুতে H-C-H বদ্ধন-কোনের মান কত হয়?
উত্তর:- 109 O 28′
5. ফল পাকানোর জন্য কী ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর:- ইথিলিন
6. মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কী ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর:- ইথিলিন
7. ইথিলিন অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমাবয়বতা দেখা যায় সেটি লেখো।
উত্তর:- কার্যকরীমূলকঘটিত
8. নন্-স্টল বাসনপত্র তৈরিতে যে পলিমার যৌগটি ব্যবহৃত হয় সেটির নাম লেখো।
উত্তর:- টেফলন
9. CNG-এর প্রধান উপাদানটি লেখো।
উত্তর:- মিথেন
10. ভিনিগারে যে জৈব পদার্থটি থাকে সেটির নাম লেখো।
উত্তর:- অ্যাসিটিক অ্যাসিড
11. মিথেন অনুর জ্যামিতিক আকৃতি কীরূপ প্রকৃতির হয়ে থাকে?
উত্তর:- সমচতুস্তলকীয়
12. এমন একটি হাইড্রোকার্বন যৌগের নাম লেখো যেটি একটি গ্রিনহাউস গ্যাস।
উত্তর:- মিথেন
13. কার্বন ব্ল্যাক বলতে কি বোঝো?
উত্তর:- 1000°C উষ্ণতায় মিথেন বিয়োজিত হয়ে সূক্ষ কার্বন গুঁড়ো উৎপন্ন করে। একে কার্বন ব্ল্যাক বলে।
14. সরলতম অ্যালকাইনের IUPAC নাম উল্লেখ করো।
উত্তর:- ইথাইন
15. নীল লিটমাসকে লাল করে এমন একটি জৈব যৌগের নাম লেখো।
উত্তর:- অ্যাসিটিক অ্যাসিড
16. ভিনিগার কাকে বলে?
উত্তর:- অ্যাসিটিক অ্যাসিডের 5-8% জলীয় দ্রবনকে ভিনিগার বলা হয়।
17. CNG -এর সম্পূর্ন রূপটি লেখো।
উত্তর:- Compressed Natural Gas.
18. LPG-এর সম্পূর্ন রূপটি লেখো।
উত্তর:- Liquefied Petrileum Gas.
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF