সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জনবসতি | Settlement Related Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জনবসতি | Settlement Related Questions Answers in Bengali ।
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জনবসতি | Settlement Related Questions Answers in Bengali
1. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন?
উত্তর:- (c) 68.84
2. শুষ্কবিন্দু বসতি লক্ষ করা যায় কোন অঞ্চলে?
উত্তর:- (d) উপকূলবর্তী অঞ্চলে
3. জলবিন্দু বসতি লক্ষ করা যায় কোন অঞ্চলে?
উত্তর:- (a) আর্দ্র অঞলে
4. ভারতে শহরের ন্যূনতম জনসংখ্যা কত তা লেখো।
উত্তর:- (b) 2500 জন
5. ভারতে মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত তা লেখো।
উত্তর:- (b) 10
6. ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- (d) হ্যামলেট
7. প্রথম শ্রেণির শহর বা নগরের নূ্যনতম জনসংখ্যা কত হয়?
উত্তর:- (c) 100000 -র বেশি
8. দু’টি রাস্তার সমকোণে কোন ধরনের বসতি দেখা যায়?
উত্তর:- (a) L
9. জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহরটির নাম নাম লেখো?
উত্তর:- (b) মুম্বাই
10. জনবসতি বলতে কি বোঝো?
উত্তর:- যখন কোনো একটি অঞ্চলে বা স্থানে সেখানকার অনুকুল ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে মানুষ বসবাস করে তখন তাকে জনবসতি বলা হয়ে থাকে।
11. ক্যাডাস্ট্রাল ম্যাপ বলতে কি বোঝো?
উত্তর:- মূলত গ্রামাঞ্চলে ভূমির দাগ নং অনুযায়ী যে মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে তাকে ক্যাডাস্ট্রাল ম্যাপ বলা হয়ে থাকে। বৃহৎ স্কেলে সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল হয়ে থাকে।
12. ভারতীয় পৌর জনবসতির ন্যূনতম জনঘনত্ব লেখো?
উত্তর:- 400 জনবর্গকিমি।
13. জলবিন্দু বসতি বলতে কি বোঝো?
উত্তর:- শুষ্ক মরু অঞ্চলের চারিপাশে জলের উৎসকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে, তাকে জলবিন্দু বসতি বলা হয়ে থাকে।
14. নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞলে কোন প্রকারের গ্রামীণ জনবসতি দেখা যায়?
উত্তর:- গোষ্ঠীবদ্ধ জনবসতি।
15. রাস্তার দুপাশে কোন ধরনের জনবসতি দেখা যায়?
উত্তর:- রৈখিক জনবসতি।
16. সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি দেখা যায়?
উত্তর:- গোষ্ঠীবদ্ধ জনবসতি।
17. তিনটি রাস্তা একটি বিন্দুতে মিলিত হয়ে কী প্রকারের জনবসতি গড়ে ওঠে?
উত্তর:- Y আকৃতির।
18. দিঘা ও ওড়িশার সীমান্তবর্তী অঞ্চলে কোন প্রকারের জনবসতি দেখা যায় ?
উত্তর:- রৈখিক বা দণ্ডকৃতির জনবসতি।
19. সেন্সস গ্রাম বলতে কি বোঝো?
উত্তর:- গ্রামাঞ্চলে মূলত মৌজার ভিত্তিতে জনগণনা করা হয় বলে মৌজাকে সেন্সস গ্রাম বলে।
20. গ্লোবাল সিটি বলতে কি বোঝো?
উত্তর:- বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে যেসমস্ত নগর তাদের গ্লোবাল সিটি বা আলফা সিটি বলা হয়ে থাকে।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF