মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তাপের ঘটনাসমূহ | Thermal Phenomena Questions Answers

 

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তাপের ঘটনাসমূহ | Thermal Phenomena Questions Answers
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তাপের ঘটনাসমূহ | Thermal Phenomena Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তাপের ঘটনাসমূহ | Thermal Phenomena Questions Answers  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তাপের ঘটনাসমূহ | Thermal Phenomena Questions Answers ।




মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- তাপের ঘটনাসমূহ | Thermal Phenomena Questions Answers   

1. এমন একটি অধাতুর নাম উল্লেখ করো যার তাপ পরিবাহিতা ধাতু অপেক্ষা বেশি হয়?


উত্তর:-  হীরকের তাপ পরিবাহিতা ধাতু অপেক্ষা কয়েকগুণ বেশি হয়।


2. তরল ও গ্যাসের মধ্যে কোনটির আপাত প্রসারণ গুণাংক থাকে না?


উত্তর:- গ্যাসের আপাত প্রসারণ গুণাংক থাকে না।


3. SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক লেখো?


উত্তর:- SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক Wm-1K-1


4. কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাংক 2  10-5/0c হলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাংক কত হয়?


উত্তর:- দৈর্ঘ্য প্রসারণ গুণাক হবে 1 10-5/ 


5. SI পদ্ধতিতে যে-কোনো প্রসারণ গুণাঙ্কের একক লেখো?


উত্তর:- SI পদ্ধতিতে যে-কোনো প্রসাণ গুণাকের একক /K।


6. এমন একটি পদার্থের নাম উল্লেখ করো যার উষ্ণতা বাড়লেও কার্যত কোনো প্রসারণ হয় না।


উত্তর:- ইনভার-এর উষ্ণতা বাড়লেও কার্যত কোনো প্রকার প্রসারণ হয় না।


7. তরল পদার্থের তাপীয় প্রসারণের হার সব উষ্ণতা সমান থাকে কিনা লেখো?


উত্তর:- তরল পদার্থের তাপীয় প্রসারণের হার সব উষ্ণতায় সমান হয় না।


8. তরল পদার্থের প্রকৃত প্ৰসারণ পাত্রের উপাদানের প্রকৃতির উপর কীভাবে নির্ভর করে থাকে?


উত্তর:- তরল পদার্থের প্রকৃত প্রসারণ পাত্রের উপাদানের প্রকৃতির উপর নির্ভরশীল হয় না।


9. তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কি বিভিন্ন পাত্রের সাপেক্ষে বিভিন্ন হতে পারে?


উত্তর:- তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন পাত্রের সাপেক্ষে একই পরিমাণ হয়।


10. তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য হয় না?


উত্তর:- তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য হয় না।


11. তরলের আপাত ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটি উল্লেখ করো।


উত্তর:- প্রকৃত প্রসারণ = আপাত প্রসারণ + পাত্রের আয়তন প্রসারণ।


12. পাত্রের প্রসারণ যদি বেশি হয় তরলের আপাত প্রসারণ কমবে নাকি বাড়বে?


উত্তর:- পাত্রের প্রসারণ যদি বেশি হয় তরলের আপাত প্রসারণ কমবে।


13. থার্মোমিটারে কোন নীতি প্রয়োগ করা হয়ে থাকে?


উত্তর:- থার্মোমিটারে পারদের তাপীয় প্রসারণ নীতিকে কাজে লাগানো হয়ে থাকে।


14. গ্যাসের শুধুমাত্র কোন প্রকার প্রসারণ হয়ে থাকে?


উত্তর:- গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়ে থাকে।


15. তরলের মধ্যে পরিবহণ পদ্ধতিতে তাপের সঞ্চালন সম্ভব কি?


উত্তর:- তরলের মধ্যে পরিবহণ পদ্ধতিতে তাপের সঞ্চালন সম্ভব হয় না।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post