মিশ্র কৃষির বৈশিষ্ট্য ও সুবিধা | Mixed Farming Characteristics and Convenience

 

মিশ্র কৃষির বৈশিষ্ট্য ও সুবিধা | Mixed Farming Characteristics and Convenience
মিশ্র কৃষির বৈশিষ্ট্য ও সুবিধা | Mixed Farming Characteristics and Convenience

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মিশ্র কৃষির বৈশিষ্ট্য ও সুবিধা | Mixed Farming Characteristics and Convenience . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মিশ্র কৃষির বৈশিষ্ট্য ও সুবিধা | Mixed Farming Characteristics and Convenience।




মিশ্র কৃষির বৈশিষ্ট্য ও সুবিধা | Mixed Farming Characteristics and Convenience                          

 ❏ মিশ্র কৃষি কাকে বলে?

উত্তরঃ- অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ নিয়ে যে বানিজ্যিক কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে কৃষি জমি থেকে ফসল উৎপাদনের সাথে সাথে পশুপালন ও হাঁস, মুরগি প্রতিপালন এবং ফল ও শাক সবজি উৎপাদন করা হয়, তাকে মিশ্র কৃষি বলা হয়।


❏ মিশ্র কৃষির বৈশিষ্ট্যঃ-

1. মিশ্র কৃষিব্যবস্থায় একইসঙ্গে কৃষিকাজ ও পশুপালন করায় কৃষকের আর্থিক ঝুঁকি কম থাকে।

2. এই কৃষিব্যবস্থায় কৃষকরা তাদের নিজের প্রয়োজন অনুসারে খাদ্যশস্য, শাকসবজি ও দুগ্ধজাত সামগ্রী উৎপাদন করতে পারে।

3. এই কৃষিব্যবস্থায় শস্যাবর্তন পদ্ধতির ব্যাপক প্রয়োগ ঘটে বলে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে।

5. মিশ্র কৃষিব্যবস্থায় স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যের প্রাধান্য থাকে বলে কৃষক বিভিন্ন ফসল থেকে বাজারের বর্ধিত মূল্য গ্রহণ করার সুযোগ পায়। 


❏ শ্রীলঙ্কায় চা চাষ বিকাশ লাভের কারণঃ- 

❏ অনুকূল জলবায়ুঃ-  শ্রীলঙ্কার মধ্যভাগের পার্বত্য অঞ্চলে গড়ে 250 সেমি বৃষ্টিপাত হয় এবং প্রায় 14°C থেকে 18°C উষ্ণতা বিরাজ করে  যা চা গাছের বৃদ্ধিতে সহায়ক। আবার শ্রীলঙ্কায় শীতকাল অধিক স্থায়ী হওয়ার ফলে এদেশে সুগন্ধি চা উৎপাদিত হয়। 

❏ ভূপ্রকৃতিঃ- শ্রীলঙ্কার মধ্যভাগের পার্বত্য অঞ্চলের ঢালু ভূমি চা বাগিচা গড়ে তোলার পক্ষে অত্যন্ত উপযোগী। এখানে সমুদ্রতল থেকে 1000 - 2000 মিটার উচ্চতায় উচ্চমানের চা উৎপন্ন হয়। 


❏ সুলভ শ্রমিকঃ- শ্রীলঙ্কার চা বাগিচাতে কর্মরত শ্রমিকদের মজুরি ভারতের তুলনায় অনেক কম। ফলে শ্রীলঙ্কায় চায়ের উৎপাদন ব্যয় ভারতের তুলনায় অনেক কম হয়। 

❏ উন্নত পরিবহন বব্যবস্থাঃ- শ্রীলঙ্কার জাতীয় অর্থনীতি চায়ের বাণিজ্যের উপর নির্ভরশীল। এদেশের GDP (Gross Domestic Product) এর 12% চা থেকে আসে। তাই এদেশের সরকারের প্রচেষ্টায় দেশের মধ্যভাগের পার্বত্য অঞ্চলের চা বাগিচাগুলিকে উন্নত সড়ক ও রেলপথ পরিবহণ দ্বারা কলম্বোর চা বাজারের সঙ্গে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post