সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 24th September 2024 Current Affairs in Bengali Quiz | 24th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th September 2024 Current Affairs in Bengali Quiz | 24th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
24th September 2024 Current Affairs in Bengali Quiz | 24th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. উত্তরপ্রদেশ সরকার রাজ্যে কতগুলি হাই-টেক নার্সারি স্থাপনের কথা ঘোষণা করেছে?
উত্তর:- 73 টি।
2. সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে কাকে নিযুক্ত করেছ?
উত্তর:- সমীর কুমার
3. ভারতীয় বিমান বাহিনীর অভিজাত 18তম 'ফ্লাইং বুলেট' স্কোয়াড্রনে যোগদানকারী প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন?
উত্তর:- মোহনা সিং
4. সম্প্রতি কে NPS বাৎসল্য যোজনা চালু করেছেন?
উত্তর:- নির্মলা সীতারমন
5. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী 'ভাস্কর' পোর্টাল চালু করেছেন?
উত্তর:- পীযূষ গোয়াল
6. "3rd World Food India 2024" কোথায় আয়োজিত হচ্ছে?
উত্তর:- নয়াদিল্লি
7. সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে করা নিযুক্ত করেছে?
উত্তর:- অলিম্পিক পদক জয়ী মনু ভাকের।
8. চন্দ্রযান-৪ মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা বরাদ্দ করেছে?
উত্তর:- 2,104.06 কোটি
9. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্র কত কোটি টাকা বরাদ্দ করেছে?
উত্তর:- 12,554 কোটি
10. সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- অনুরাগ গর্গ।