সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাতের কারণ | Tamil Nadu Karmandal Coast Cause of the Rains Twice a Year . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাতের কারণ | Tamil Nadu Karmandal Coast Cause of the Rains Twice a Year।
তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাতের কারণ | Tamil Nadu Karmandal Coast Cause of the Rains Twice a Year
❏ তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাতের কারণ?
❏ আশ্বিনের ঝড়ঃ- প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর সঙ্গে সামুদ্রিক বায়ুর সংঘর্ষে অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এর প্রভাবে বঙ্গোপসাগরীয় উপকূলের রাজ্যগুলিতে প্রবল ঝড়-বৃষ্টি হয়। একেই সাইক্লোন বলে। পশ্চিমবঙ্গে এই ঝড় যেহেতু আশ্বিন মাসে দেখা যায় তাই তা ‘আশ্বিনের ঝড়’ নামে পরিচিত। সাইক্লোনের প্রভাবে এই অঞ্চলে একদিনে ৫০ সেমিরও বেশি বৃষ্টি হয়।
❏ তামিলনাড়ু (করমণ্ডল) উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন?
তামিলনাড়ু উপকূলে মৌসুমি বায়ুর আগমনের সময় জুন মাসে বৃষ্টি হয়। আবার অক্টোবর ও নভেম্বর মাসে উঃ পূঃ ভারত থেকে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে ফেরেল সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে করমণ্ডল উপকূলে প্রবেশ করে এবং পূর্বঘাটে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। এই অঞ্চলে মোট বৃষ্টিপাতের ৫০ % ঘটে মৌসুমি বায়ুর প্রত্যাগমন কালে। করমণ্ডল উপকূল বরাবর মৌসুমি বায়ু প্রায় ৬ মাস (জুন - নভেম্বর) বিরাজ করে।
❏ পশ্চিমি ঝঞ্ঝা বা পশ্চিমি ঝামেলাঃ- শীতকালে ভূ-মধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণবাতের (depression) প্রভাবে ভারতের উত্তর-পশ্চিম (পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর) অঞ্চলে মাঝে মাঝে হাল্কা বৃষ্টিপাত এবং পার্বত্ অঞ্চলে তুষারপাত হয়। এটাই ‘পশ্চিমি ঝঞ্ঝা ’ বা 'Western disturbance' নামে পরিচিত। এই ঘূর্ণবাতের মাধ্যমে শীতকালীন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিঘ্নিত হয় বলেই একে ‘পশ্চিমি ঝঞ্ঝা, বা ‘পশ্চিমি ঝামেলা’ বলে। এই ঘূর্ণবাতের প্রভাব কখনো কখনো পশ্চিমবঙ্গ পর্যন্ত এসে পড়ে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF