সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জোয়ার-ভাটার কারণ ও ফলাফল | Causes and Effects of Tides . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জোয়ার-ভাটার কারণ ও ফলাফল | Causes and Effects of Tides।
জোয়ার-ভাটার কারণ ও ফলাফল | Causes and Effects of Tides
❏ চন্দ্র ও সূর্যের আকর্ষণে প্রতিদিন নিয়মিতভাবে সমুদ্রজলের একই স্থানে ছন্দময় উত্থানকে জোয়ার ও পতনকে ভাটা বলে। পৃথিবীপৃষ্ঠে একই স্থানে প্রতিদিন দু-বার জোয়ার ও দুবার ভাটা হয়। তবে জোয়ার-ভাটার তীব্রতা যেমন সারাবছর সমুদ্রের সমস্ত জায়গায় এক হয় না, তেমনি একই দিনে সমুদ্রের বিভিন্ন জায়গায় জোয়ার-ভাটার সংঘটন কালও এক হয় না। পৃথিবী, চন্দ্র ও সূর্যের আপেক্ষিক অবস্থানই মূলত এর জন্য দায়ী।
❏ জোয়ার-ভাটার কারণঃ- প্রধানত দুটি কারণে জোয়ার-ভাটা সংঘটিত হয়। যথা- চন্দ্র ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিগ বলের কার্য।
জোয়ার-ভাটার ফলাফলঃ-
(১) জোয়ারের ফলে অগভীর নদীগুলির জলের মাত্রা বৃদ্ধি পায়। ওই সময় নৌ চলাচলের সুবিধা হয় হয়ে থাকে।
(২) ভাটার টানে নদী গুলি আবর্জনা ও পলিমুক্ত হয়। ফলে নদীখাতের গভীরতা ও বিস্তার বৃদ্ধি পায় এবং নাব্যতা রক্ষা পায়।
(৩) শীতপ্রধান অঞ্চলে অতিরিক্ত ঠান্ডাতেও জোয়ারের লবণাক্ত জল নদীগুলিকে বরফমুক্ত রাখে ও জলপ্রবাহ বজায় রাখে।
(৪) জোয়ার-ভাটায় নদীতে সামুদ্রিক মাছের আনাগোনা জেলেদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। ভাটার টানে নৌকা ছাড়া এবং জোয়ারের সময় বাড়িফেরা-মৎস্যজীবীদের জীবনের এক ছন্দময় কালক্ষেপ।
(৫) জোয়ার-ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
(৬) জোয়ারের ফলে নদীর স্বাদুজলে লবণের মাত্রা বৃদ্ধি পেলে তা পানের ও সেচকার্যের অযোগ্য হয়ে ওঠে।
(৭) জোয়ারে প্রবল বেগে নৌকা, লঞ্চ, ও ছোটো জাহাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রবল জোয়ারের সময় নদী পাড়ের ও সমুদ্র উপকূলভাগের কৃষিজমি ও ঘরবাড়ির ভীষণ ক্ষতি হয়।
(৮) অনেক সময় জোয়ারের প্রাবল্যে মোহনার পলিরাশি দেশের অভ্যন্তরে নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গভীরতা কমায় ও নাব্যতায় বিঘ্ন ঘটায়৷
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF